ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনার নৌবাড়ীয়া ব্রিজ নির্মাণ ৮ বছরেও শেষ হয়নি

প্রকাশিত: ০৪:০০, ২৬ জানুয়ারি ২০১৫

পাবনার নৌবাড়ীয়া ব্রিজ নির্মাণ ৮  বছরেও শেষ  হয়নি

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৫ জানুয়ারি ॥ ভাঙ্গুড়া উপজেলা কার্যালয় থেকে ৫ কি.মি. দূরের ওমানী নদীর উপর নির্মাণাধীন নৌবাড়ীয়া ব্রিজ ৮ বছরেরও শেষ হয়নি। যদিও ব্রিজটির ভিত্তিপ্রস্তর দু’সরকারের আমলে দু’বার উদ্বোধন করা হয়েছে। ব্রিজটি দীর্ঘদিন নির্মিত না হওয়ায় চলনবিল অঞ্চলের ৪ উপজেলার লাখ লাখ লোক নানা দুর্ভোগের মধ্য দিয়ে প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এলজিইডির উদ্যোগে ২০০৬ সালে নৌবাড়ীয়াঘাটের উপর ১শ’ ৮০ দশমিক ২৫ মিটার দীর্ঘ ব্রিজটির কাজ শুরু হয়। এর জন্য ব্যয় ধরা হয় ৬ কোটি ৮২ লাখ টাকা। তৎকালীন এমপি কেএম আনোয়ারুল ইসলাম ১৯ অক্টোবর ২০০৬ সালে ব্রিজের উদ্বোধন করেন। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ২টি পিলার নির্মাণ করে কাজ ফেলে চলে যায়। এ কাজে মোটা অঙ্কের লোকসানের আশঙ্কায় ওই ঠিকাদার কাজ শেষ না করে এলাকা ত্যাগ করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দীর্ঘদিন পর ১৭ মে ২০১২ সালে এমপি মকবুল হোসেন ব্রিজটির পুনরায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৫-৬ বার টেন্ডার আহ্বান করেও কোন ঠিকাদার দরপত্রে অংশ না নেয়ায় টেন্ডার বাতিল হয়। ব্রিজটি নির্মিত না হওয়ায় জেলার চাটমোহর, ভাঙ্গুড়া ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া উপজেলার লাখ লাখ লোক নানা দুর্ভোগের শিকার হচ্ছে। এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী রবিউল আওয়াল জানিয়েছেন, ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে, ব্রিজটির কাজ শীঘ্রই শুরু হবে।
×