ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তালতলীতে দুই বাড়িতে ডাকাতি ॥ আহত ৫

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ জানুয়ারি ২০১৫

তালতলীতে দুই বাড়িতে ডাকাতি ॥ আহত ৫

সংবাদদাতা, আমতলী, ২৫ জানুয়ারি ॥ শনিবার রাতে বরগুনার তালতলী উপজেলার উত্তর ঝাড়াখালী গ্রামের সাবেক ইউপি সদস্য ইসাহাক মাঝি ও তার বড় ভাই ইব্রাহীম মাঝির ঘরে ডাকাতি হয়েছে। ডাকাতের অস্ত্রের আঘাতে ৫ জন আহত হয়। ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। জানা গেছে, তালতলী উপজেলার উত্তর ঝাড়াখালী গ্রামের ইসাহাক ও ইব্রাহীম মাঝির ঘরে শনিবার রাত ২টার দিকে ৭-৮ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্রসহ জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। লোকজনকে বেঁধে মারধর করে ২ লক্ষাধিক টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। দিনাজপুরে আহত ৩ স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, বিরামপুর উপজেলার কেটরা গ্রামে শনিবার রাতে ডাকাতরা এক চাতাল ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ছোরা দিয়ে কুপিয়ে তিনজনকে আহত করে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত স্বামী-স্ত্রীকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কেটরাহাটের দক্ষিণ পাশে লুৎফর রহমান পলাশের চাল তৈরির মিল চাতাল ও দোতলা বাড়ি রয়েছে। শনিবার রাত আড়াইটার দিকে একদল ডাকাত লোহার গ্রিলের গেটের তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা গৃহকর্তা লুৎফর রহমান পলাশ ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা রহিমা খাতুনকে জখম করে।
×