ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মদ ফেনসিডিল ইয়াবা উদ্ধার, গ্রেফতার চার

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ জানুয়ারি ২০১৫

মদ ফেনসিডিল ইয়াবা উদ্ধার, গ্রেফতার  চার

জনকণ্ঠ ডেস্ক ॥ সিলেটে দুই লক্ষাধিক টাকার মদ উদ্ধার হয়েছে। এছাড়া কক্সবাজারে ইয়াবা ও মদসহ এক কারবারি, গোপালগঞ্জে ইয়াবাসহ এক নারী এবং দামুড়হুদায় ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। সিলেট ॥ সিলেটের কোম্পনিগঞ্জ সীমান্ত থেকে ২ লক্ষাধিক টাকার মদ উদ্ধার করা হয়েছে। বিজিবি কালাইরাগ সীমান্ত ফাঁড়ির টহলদল রবিবার ভোরে উপজেলার কালাইরাগ ভরমসিদ্দিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই মাদক আটক করে। কক্সবাজার ॥ উখিয়া বালুখালী সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবা ও মদসহ ছৈয়দ আলম নামে এক চোরাকারবারিকে আটক করেছে। আটক ব্যক্তি স্থানীয় আবদু শুক্কুরের পুত্র। গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে ১শ’ ৭৮ পিস ইয়াবা, কিছু কনডম ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ মোসাঃ মিরা খানম (২০) নামে এক নারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা-পুলিশ। শনিবার রাতে শহরের সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দামুড়হুদা ॥ উপজেলার পৃথক পৃথক স্থান থেকে ১০৮ বোতল ফেনসিডিলসহ দু’জন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি ও পুলিশ। এরা হলেন, রুবেল হোসেন (২০) ও উৎফল মোল্লা (২৬)।
×