ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের আইপিওতে ২১ কোটি টাকা জমা

প্রকাশিত: ০২:৪৫, ২৬ জানুয়ারি ২০১৫

সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের  আইপিওতে ২১ কোটি  টাকা জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের আইপিওতে প্রায় ২১ কোটি টাকার আবেদন জমা পড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডে ১০০ কোটি টাকার বিপরীতে ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার পর্যন্ত আবেদনকারীদের কাছ থেকে এ আবেদন জমা পড়ে। জানা যায়, এ ফান্ডে আবেদন গ্রহণ ১১ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ১৫ জানুয়ারি। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ২৪ জানুয়ারি পর্যন্ত। ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডে ২০ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচ্যুয়াল ফান্ডে ২০ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকার এবং প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। কোম্পানিটি শেয়ারবাজারে ১০ কোটি ইউনিট ছেড়ে শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কোম্পানির ৫০০টি ইউনিটে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।
×