ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বোমা হামলার হুমকি যুক্তরাষ্ট্রে দুটি বিমানের জরুরী অবতরণ

প্রকাশিত: ০২:৩৯, ২৬ জানুয়ারি ২০১৫

বোমা হামলার হুমকি যুক্তরাষ্ট্রে দুটি বিমানের জরুরী অবতরণ

বোমা হামলার হুমকির কারণে যুক্তরাষ্ট্র্রের দুটি এয়ারলাইন্সের দুটি বিমান জরুরী অবতরণে বাধ্য হয়েছে। শনিবার বিমান দুটি নিরাপদে আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ভেতরে কোন বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিমানবন্দরের মুখপাত্র রিসি ম্যাকক্র্যানি। তল্লাশির পর কোন কিছু খুঁজে না পাওয়ায় জঙ্গী বিমানের প্রহরায় যাত্রীবাহী বিমান দুটিকে নিজ নিজ গন্তব্যে পাঠিয়ে দেয়া হয়। বিমান দুটির মধ্যে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ১১৫৬ অরেগন পোর্টল্যান্ড থেকে, অপরটি সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট ২৪৯২ মিলওয়াউকি থেকে রওনা হয়েছিল বলে জানিয়েছেন ম্যাকক্র্যানি। গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে, জোর্টিক নামের এক টুইটার ব্যবহাকারী বিমান দুটিতে বোমা পাতানো আছে বলে জানিয়েছিলেন। ডেল্টা এয়ারলাইন্সের টুইটার এ্যাকাউন্টে পাঠানো এক বার্তায় তিনি বলেন, আপনাদের একটি বিমানে আমার একটি বোমা আছে, কিন্তু কোন্টিতে, বিমানবন্দর ছাড়ার সময় তা আমি ভুলে গেছি। Ñওয়েবসাইট।
×