ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সৌদি আরবে অস্ত্র রফতানি স্থগিত করেছে জার্মানি

প্রকাশিত: ০২:৩৭, ২৬ জানুয়ারি ২০১৫

সৌদি আরবে অস্ত্র রফতানি স্থগিত করেছে জার্মানি

সৌদি আরবে পরিকল্পিত অস্ত্র রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। জার্মানির দৈনিক বিল্ড রবিবার এ কথা জানিয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর ওয়েবসাইটের। সৌদি আরবের পক্ষ থেকে যেসব অস্ত্র চাওয়া হয়েছিল, হয় তার সরবরাহ সরাসরি বাতিল করা হয়েছে অথবা পুনর্বিবেচনা করা হচ্ছে বলে দৈনিকটি জানিয়েছে। তবে জার্মানির সরকারী সূত্র থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। দৈনিক বিল্ড জানিয়েছে, জার্মানির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গত বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্যের মধ্যে জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেল, ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েলসহ সাতজন মন্ত্রী এ কাউন্সিলের সদস্য। দৈনিকটির ভাষ্য অনুযায়ী, ‘সরকারী সূত্রগুলো জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সেখানে অস্ত্র পাঠানোর অনুকূলে নয়।’ সৌদি বাদশাহ্ আব্দুল্লাহর মৃত্যুর দু’দিন পর জার্মান দৈনিকটি রিয়াদের কাছে বার্লিনের অস্ত্র বিক্রি স্থগিত রাখার খবর দিল।
×