ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেলিম ভূঁইয়া গ্রেফতার

প্রকাশিত: ০৮:১৩, ২৫ জানুয়ারি ২০১৫

সেলিম ভূঁইয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বিত্রনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে যাত্রাবাড়ী পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। জোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন জানান, শনিরআখড়ার এ কে ডিগ্রী কলেজ থেকে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে পুলিশ তুলে নিয়ে যায়। এই কলেজের অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তখন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ছিলেন বলে জানান জাকির। এ ছাড়া ওসি অবনী শংকর সেলিম ভূঁইয়াকে গ্রেফতারের খবর জানালেও তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কিছু বলতে রাজি হননি। যাত্রাবাড়ী থানা পুলিশের একটি সূত্র জানায়, সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে বিএনপি জামায়াতের সাম্প্রতিক আন্দোলনের নামে নাশকতাকারীদের মদদ দেয়ার অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে যাত্রাবাড়ীর বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হবে কিনা জানতে চাইলে ওসি অবনী শংকর কিছু বলতে রাজি হননি। তবে সেলিম ভূঁইয়ার পারিবারিক সূত্র আশঙ্কা করছে তাকে ওই মামলায় জড়ানোর ষড়যন্ত্র চলছে।
×