ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩৪, ২৫ জানুয়ারি ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২৪. দেশের সংকটকালীন মুহুর্তে জরুরি অবস্থা ঘোষণা করেন কে? ক) প্রধানমন্ত্রী খ) রাষ্ট্রপতি গ) স্পিকার ঘ) স্বরাষ্ট্রপতি ২৫. বাংলাদেশ কোন আমলের আমলা প্রমাসন উত্তরাধিকারসূত্রে লাভ করেছে? ক) প্রাচীন খ) ব্রিটিশ ঔপনিবেশিক গ) পাকিস্তান ঘ) স্বাধীনতোত্তর ২৬. জনমত গঠনের ক্ষেত্রে আইনসভার গুরত্ব হ্রাসে কাজ করছে- র. বেতার রর. সংবাদপত্র ররর. দূরদর্শন নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ২৭. অধিকারের সীমা কী দ্বারা নির্ধারিত করে? ক) স্বাধীনতার খ) সম্প্রীতির গ) ভোটাধিকারের ঘ) অধিকারের ২৮. মার্কিন নাগরিক অধিকারসমূহ উল্লেখ করা হলো- র. জুরির সাহায্য বিচার লাভের অধিকার রর. অস্ত্র রাখার অধিকার ররর. ধর্মচর্চা ও ধর্মচারের অধিকার নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ২৯. নিচের কোনর সরকার ব্যবস্থায় রাজনৈতিক দল থাকে? ক) রাজতন্ত্রে খ) স্বৈরতন্ত্রে গ) একনায়কতন্ত্রে ঘ) অভিজাততন্ত্রে ৩০. কোন যুগে ধর্মীয় রীতিনীতির বেড়াজালে জনগণের রাজনৈতিক অধিকার আবদ্ধ ছিল? ক) প্রাচীন যুগ খ) মধ্যযুগ গ) প্রাক-আধুনিক ঘ) আধুনিক ৩১. ম্যাগনাকার্টা ঘোষণা করা হয় কত সালে? ক) ১২১২ খ) ১২১৪ গ) ১২১৫ ঘ) ১২১৬ ৩২. ই-গভর্ন্যান্সের প্রতিবন্ধকতা হচ্ছে- র. আইনগত কাঠামোর অভাব রর. অপর্যাপ্ত মানবসম্পদ ররর. স্থানীয় কোম্পানির দুর্বলতা নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) র, ও রর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৩৩. সভ্য ও উন্নত জীব গঠনে কোন ধরনের অধিকারের ভূমিকা অত্যাধিক? ক) নৈতিক খ) রাজনৈতিক গ) সামাজিক ঘ) অর্থনৈতিক ৩৪. ′লব অব দি কনস্টিটিউশন প্রণয়ন কনের এবং এটি হলো তাদের এক আবশ্যিক কর্তব্য।′-এটি কার উক্তি? ক) অধ্যাপক ডাইসি খ) অধ্যাপক গার্নার গ) বাকস্টোন ঘ) স্যার সাইমন ৩৫. শাসনব্যবস্থায় সবচেয়ে অংশগ্রহণমূলক পদ্ধতি কোনটি? ক) ই-গভর্নেন্স খ) ই-কর্মাস গ) গণতন্ত্র ঘ) পরিবারতন্ত্র ৩৬. ′সজাগ দৃষ্টির মাঝেই নাগরিক অধিকার নিহিত।′-এ কথা কে বলেছেন? ক) অধ্যাপক গার্নার খ) অধ্যাপক লাস্কি গ) অধ্যাপক বার্কার ঘ) অধ্যাপক গাউড ৩৭. তথ্য অধিকার আইনের ফলে নাগরিকগণ সরকারের যেকোন তথ্য জানতে পারে। এ বিষয়টি দ্বারা সুশাসনের কোন বিষয়টি নিশ্চিত হয়? ক) আইনের শাসন খ) জবাবদিহিতা গ) সংবেদনশীলতা ঘ) সাম্য ৩৮. সুশাসন প্রতিষ্ঠার সমস্যা কোনটি? ক) বিচার বিভাগ স্বতন্ত্রীকরণ খ) সিভিল সার্ভিস সংস্করন গ) সংঘাতময় রাজনীতি ঘ) স্বাধীন মত প্রকাশ ৩৯. সুদীর্ঘকাল ধরে সমাজে কোনো নিয়ম চলতে থাকলে তাকে কী বলে? ক) আইন খ) প্রথা গ) নিয়ম ঘ) বিধান ৪০. নাগরিকের রাজনৈতিক অধিকার কোনটি? ক) ভোট দেবার অধিকার খ) মত প্রকাশের অধিকার গ) জীবনধারণের অধিকার ঘ) চলাফেরা করার অধিকার ৪১. বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস হয়। ইউরোপিয়ান কাউন্সিলের ক্ষেত্রে সালটি কত হবে? ক) ২০০৩ খ) ২০০৫ গ) ২০০৭ ঘ) ২০১০ ৪২. আব্রাহাম লিঙ্কন কে ছিলেন? ক) আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট খ) ব্রিটিশ প্রধানমন্ত্রী গ) কানাডার প্রধানমন্ত্রী ঘ) জার্মানির চ্যান্সেলার ৪৩. কোনটিকে তথ্য অবকাঠামোর মেরুদন্ড বলা হয়? ক) শিক্ষা প্রতিষ্ঠানকে খ) ধর্মীয় প্রতিষ্ঠানকে গ) টেলিযোগাযোগ ব্যবস্থাকে ঘ) সরকারি প্রতিষ্ঠানকে ৪৪. কৎধঃবরহ শব্দের অর্থ কী? ক) শাসন খ) শোষণ গ) নির্দেশ ঘ) অনুরোধ উদ্দীপকটি পড়ে নিচের ২ টি প্রশ্নের উত্তর দা: পদচিহ্ন রেখে যাবো বাংলার মানচিত্র জুড়ে, আবার আসব অচিনপুর ঘুরে। ৪৫. তথ্য প্রযুক্তির প্রধান ভাষা কোনটি? ক) বাংলা খ) আরবি গ) ইংরেজি ঘ) মান্দারিন ৪৬. জাতীয়তার জন্য কোন সংগঠন দরকার? ক) সামাজিক খ) রাজনৈতিক গ) সাংস্কৃতিক ঘ) বাণিজ্যিক ৪৭. ইঁৎবধঁ শব্দের অর্থ কী? ক) টেবিল খ) দরজা গ) চেয়ার ঘ) জানালা ৪৮. গণতান্ত্রিক মূল্যবোধ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে- ক) দলীয় প্রধানের সিদ্ধান্তকে প্রাধান্য দেয খ) উপরের সারির নেতাদের আলোচনাকে প্রাধান্য দেয় গ) পরস্পরের আলোচনাকে প্রাধান্য দেয় ঘ) মাঝারি সারির নেতাদেরকে প্রাধান্য দেয় ৪৯. মানবাধিকারের স্বীকৃতিদাতা কে? ক) রাষ্ট্র খ) আর্ন্তজার্তিক আদালত গ) আর্ন্তজার্তিক নীতিমালা ঘ) জাতিসংঘ
×