ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গার্ডিওলার চুক্তি নিয়ে চিন্তিত নয় বেয়ার্ন

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ জানুয়ারি ২০১৫

গার্ডিওলার চুক্তি নিয়ে চিন্তিত নয় বেয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৩ সালে জাপ হেইঙ্কেসের উত্তরসূরি হিসেবে বেয়ার্ন মিউনিখে যোগ দেন পেপ গার্ডিওলা। জার্মান জায়ান্টদের সঙ্গে প্রথম মৌসুমটা দুর্দান্ত কাটে তার। জার্মান বুন্দেসলিগাসহ তার অধীনে চারটি শিরোপা জিতে বেয়ার্ন মিউনিখ। গত মৌসুমে রেকর্ড সাত ম্যাচ আগেই বুন্দেসলিগার শিরোপা নিজেদের করে রাখে তারা। চলতি মৌসুমেও লীগে দুর্দান্ত খেলছে গার্ডিওলার বেয়ার্ন। ২০১৬ সালের জুনে শেষ হবে ক্লাবের সঙ্গে গার্ডিওলার বর্তমান চুক্তির মেয়াদ। তাই এখনই সাবেক বার্সিলোনার সফল কোচের সঙ্গে চুক্তি নিয়ে চিন্তিত নয় বেয়ার্নের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমিনিগে। তার বিশ্বাস বেয়ার্ন মিউনিখে যতদিন সম্ভব ততদিনই থাকবেন বিশ্বফুটবলের অন্যতম সফল কোচ গার্ডিওলা। এ বিষয়ে রুমিনিগে বলেন, ‘তার সম্পর্কে আমার যথেষ্ট ভাল ধারণা রয়েছে। আমার বিশ্বাস পেপ গার্ডিওলার যতদিন সম্ভব বেয়ার্ন মিউনিখে থাকবে। ২০১৫ সালের দ্বিতীয়ার্ধের আগে তার সঙ্গে চুক্তির বিষয়টি সামনে আনতে চাই না। ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ এখনও দেড় বছর বাকি। যে কারণে এখনই সেই বিষয়টি তার সামনে আনতে চাই না।’ কোচ হিসেবে পেপ গার্ডিওলার যাত্রাটা শুরু হয়েছিল বার্সিলোনায়। আর কাতালান ক্লাবটিতেই বিস্ফোরণ ঘটে তার। মাত্র চার বছর বার্সিলোনার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ের মধ্যে ১৪টি শিরোপা উপহার দেন বার্সিলোনাকে। শুধু তাই নয়। অসাধারণ সব পারফর্মেন্স উপহার দিয়ে কাতালান ক্লাবটিকে দেন ভিন্ন গ্রহের ক্লাবের খ্যাতাব। কিন্তু স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় সফল হলেও বেশিদিন সেখানে থাকেননি গার্ডিওলা। যে কারণে জার্মান ক্লাবটিতে কতদিন থাকবেন সেটাও এখন দেখার অপেক্ষা। তবে যতদিনই থাকেন না কেন, ক্লাবকে নিজের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত এই স্প্যানিয়ার্ড। তার প্রমাণ ইতোমধ্যেই দিয়ে দিয়েছেন ৪৪ বছর বয়সী এই কোচ। আর সামনের সময়টাতেও বেয়ার্নকে আরও শিরোপা উপহার দিতে চান তিনি। ব্রাজিল বিশ্বকাপের পরই ক্লাবের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমিনিগে কথা বলেছিলেন গার্ডিওলার সঙ্গে।
×