ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেরেনা-ভেনাস শেষ ষোলোয়

প্রকাশিত: ০৫:৫২, ২৫ জানুয়ারি ২০১৫

সেরেনা-ভেনাস শেষ ষোলোয়

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের এক নম্বর টেনিস তারকা সেরেনা উইলিয়ামস দারুণভাবে এগিয়ে যাচ্ছেন। ক্যারিয়ারের ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের উদ্দেশ্য নিয়ে এবার মেলবোর্ন পার্কে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এ কৃষ্ণকন্যা। সে লক্ষ্যের দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যেই উঠে গেছেন চতুর্থ রাউন্ডে। তবে তৃতীয় রাউন্ডে বিশ্বের ২৬ নম্বর ইউক্রেনের এলিনা ভিতোলিনাকে হারাতে বেশ সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। প্রথম সেট হারলেও শেষ পর্যন্ত সেরেনা জয় তুলে নেন ৪-৬, ৬-২, ৬-০ ব্যবধানে। এবার শেষ ষোলোয় তাঁর প্রতিপক্ষ বিশ্বের ২৪ নম্বর স্পেনের গারবিন মুগুরুজা। সেরেনার সহোদরা জ্যেষ্ঠ বোন ভেনাস উইলিয়ামসও উঠেছেন শেষ ষোলোয়। তিনি ইতালির ক্যামিলা জিওর্জিকে হারিয়েছেন। তবে শেষ ষোলোর গ-ি পেরোতে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হবে তাকে। চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ বিশ্বের ৬ নম্বর পোলিশ কন্যা এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা। তিনি যুক্তরাষ্ট্রের ভারভারা লেপচেঙ্কোকে হারিয়েছেন তৃতীয় রাউন্ডে আয়েশের সঙ্গে। এছাড়াও চতুর্থ রাউন্ডে আরেকটি কঠিন লড়াই হতে যাচ্ছে। মুখোমুখি হবেন বিশ্বের সাবেক এক নম্বর বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা ও বিশ্বের ১১ নম্বর সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা। নিজেকে মেলে ধরতে যেন শুরু থেকে এক অস্বস্তির মধ্যে ছিলেন সেরেনা। তার স্বাভাবিক নৈপুণ্যটা প্রদর্শন করতে পারছিলেন না। সে কারণেই তাঁকে প্রথম সেটে একেবারে চেপে ধরেছিলেন ভিতোলিনা। সেরেনাকে হারিয়ে দেন ৬-৪ সেটে। প্রথম সেট হারার পরই যেন জেগে ওঠেন সেরেনা। ঘুমিয়ে থাকা গতি আর নৈপুণ্য আবার মাথা চাড়া দিয়ে ওঠে। রড লেভার এ্যারেনায় আগুন উদ্গীরণ করা সূর্যটাও যেন ম্লান হয়ে গেল তাঁর ঝলকে। দ্বিতীয় সেটে এ কারণে তেমন কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারলেন না ভিতোলিনা। এবার সেরেনা জিতলেন ৬-২ সেটে। তবে তৃতীয় ও ফলাফল নির্ধারণী শেষ সেটেই আসল সেরেনাকে দেখা গেল। এবার আর তাঁর দাপটের সামনে বিন্দুমাত্র দাঁড়াবার সুযোগটাও পেলেন না ভিতোলিনা। অসহায় আত্মসমর্পণ করলেন ৬-০ সেটে। দুর্দান্ত এ জয়টা টিকিয়ে রাখল তার ১৯তম ক্যারিয়ার গ্র্যান্ডসøাম জয়ের স্বপ্নটা। তৃতীয় রাউন্ডে জয়ের পর সেরেনা বলেন, ‘ভেনাস আমাকে সবসময় বলে যখন তুমি কোন ম্যাচে হারের শঙ্কায় পড়বে তখনই যত দ্রুত সম্ভব দৌড়াবে এবং নড়াচড়া করবে। আর সেটাই আমি সবসময় করার চেষ্টা করি।’ তার পিছিয়ে পড়েও জয়ের দিনে তার বড় বোন বর্তমানে বিশ্বের ১৮ নম্বর ভেনাসও জিতেছেন তিন সেটের তীব্র লড়াই করে। ইতালিয়ান তরুণী তারকা ক্যামিলাকে তিনি হারিয়ে দেন ৪-৬, ৭-৬ (৭-৩) ও ৬-১ সেটে। তার বিষয়ে সেরেনা বলেন, ‘তিনি এখনও জিতছেন। তিনি অনেক ভাল করছেন এবং সে কারণেই আমি আরও ভাল করতে পারব। আমরা সবসময়ই পরস্পরকে অনুপ্রাণিত করি। আমি তার জন্য গর্বিত এবং আমরা সবসময়ই উজ্জীবিত থাকি। বিশেষ করে এই বয়সে তিনি আবার তার ক্যারিয়ার নতুনভাবেই শুরু করেছেন এটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা।’ তবে ভেনাসকে চতুর্থ রাউন্ডে আর বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তার প্রতিপক্ষ পোলিশ তারকা রাদওয়ানাস্কা। বিশ্বের এই ৬ নম্বর তারকা লেপচেঙ্কোকে সরাসরি ৬-০, ৭-৫ সেটে উড়িয়ে দিয়েছেন। গত বছর মন্ট্রিল ওপেনের ফাইনালে ভেনাসের বিরুদ্ধে খেলার পর আরেকটি লড়াই। সে জন্য মুখিয়ে আছেন রাদওয়ানাস্কা। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে খেলাটা সবসময়ই কঠিন এক চ্যালেঞ্জ। আমি মনে করি বয়স কিছুটা বেড়ে গেলেও এখনও তিনি দারুণ টেনিস খেলছেন। ফিটনেস ভাল রেখে এখন পর্যন্ত উচ্চপর্যায়ের টেনিস উপহার দিচ্ছেন তিনি।’ গতবার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল খেলা সিবুলকোভাও শেষ ষোলোয় পা রেখেছেন। তিনি বিশ্বের ১৯ নম্বর ফরাসী তারকা এলিজ করনেটকে সরাসরি ৭-৫, ৬-২ সেটে হারিয়ে দিয়েছেন। চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ বেলারুশিয়ান তারকা আজারেঙ্কা। তিনি তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের বারবোরা জাহলাভোভা স্ট্রাইকোভাকে হারিয়েছেন ৬-৪, ৬-৪ সেটে। সেরেনার প্রতিপক্ষ বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা স্প্যানিশ তরুণী মুগুরুজা। তিনি তৃতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের আরেক উদীয়মান তারকা টিমিয়া বাকসিনস্কিকে হারিয়েছেন ৬-৩, ৪-৬ ও ৬-০ সেটে।
×