ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি শুরু

প্রকাশিত: ০৪:৩৪, ২৫ জানুয়ারি ২০১৫

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি শুরু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ অবশেষে আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাক চালক এবং বাংলাদেশী আমদানিকারকদের মধ্যে চলা বিরোধের অবসান হয়েছে। ফলে চারদিন বন্ধ থাকার পর শনিবার দুপুর থেকে হিলি স্থলবন্দর দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, আমদানিকৃত পণ্যের ওজন নিয়ে ভারতীয় ট্রাক চালক ও বাংলাদেশী আমদানিকারকদের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় গত মঙ্গলবার থেকে ভারতীয় ট্রাক চালকরা এই বন্দর দিয়ে বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ রাখেন। এদিকে বাংলাহিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ জানান, এই সৃষ্ট জটিলতা নিরসণে ভারতীয় ব্যবসায়ী এবং ট্রাক চালক সংগঠনের নেতারা হিলি স্থলবন্দরের পানামা পোর্টে আসবেন। সেখানে তারা পানামা পোর্টে স্থাপিত ওজন মেশিনে ভারতীয় ট্রাকে আমদানিকৃত পণ্যের ওজন কম হচ্ছে কি-না তার সঠিকতা যাচাই করবেন। স্ট্যান্ডার্ড ব্যাংকের শীতবস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম বলেন, বিত্তবানদের নিকট গরিব দুস্থদের হক রয়েছে। ধর্মীয় অনুশাসন, নীতি ও নৈতিকতার আলোকে মানবতার সেবা করা বিত্তবানদের নীতি-নৈতিকতার অংশ। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের আয় থেকে গরিব দুস্থদের সেবা করার বিধি বিধান রয়েছে। তারই অংশ হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক দুর্যোগ ও দুর্বিপাকে দুস্থদের কল্যাণে দায়িত্ব পালন করে থাকে। শনিবার দুপুরে নগরীর সিটি গেটের বাগানবাড়িতে স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম জোনাল প্রধান শেখ আবু আহমদ।
×