ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পুরো কম্পিউটার পকেটে!

প্রকাশিত: ০৪:২৮, ২৫ জানুয়ারি ২০১৫

পুরো কম্পিউটার পকেটে!

এবার পকেটেই রাখা যাবে আস্ত কম্পিউটার। খুব শীঘ্রই পোল্যান্ডের বিজ্ঞানীরা এমনই এক কম্পিউটার আনছে যা মাউসের আকৃতির। মানে মাউসের ভিতরেই থাকবে একটা পুরো কম্পিউটার। তারবিহীন এই কম্পিউটারে থাকবে দুটি ফুল সাইজ ইউএসবি পোর্ট, ১.৪ গিগাহাটর্জ কোয়াড কোর প্রসেসর, ১২৮ জিবি ইন্টারনাল স্টোর, ওয়াইফাই, তারবিহীন এইসডিএমআই রিসিভার এবং বিশেষ মাউস প্যাড যার উপরে এটি রাখলেই ওয়্যারলেস পদ্ধতিতে চার্জ হবে। তবে এর কোনও কি-বোর্ড নেই।- টেলিগ্রাফ বসে থাকলে মৃত্যু ঝুঁকি দৈনন্দিন জীবনের সিংহভাগ সময় চেয়ারে বসে কাটানোর অভ্যাস নিয়ে বিভিন্ন সময়ের ৪৭টি গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করে হৃদরোগ, টাইপ ২ ডায়াবেটিস বা ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কার ব্যাপারে নিশ্চিত হয়েছেন কানাডার টরেন্টোর বিজ্ঞানীরা। এর নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে চাইলে বাড়াতে হবে ব্যায়ামের পরিমাণ। বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে শারীরিক নিষ্ক্রিয়তাকে চতুর্থ স্থানে রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিদিন ৮-১২ ঘন্টা বসে থাকার ফলে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার আশঙ্কা ৯০ শতাংশ বাড়ে।- সিএনএন
×