ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবরোধ চলবে সঙ্কট নিরসনে সংলাপ চাই ॥ খালেদা

প্রকাশিত: ০৭:৩৮, ২৪ জানুয়ারি ২০১৫

অবরোধ চলবে সঙ্কট নিরসনে সংলাপ চাই ॥ খালেদা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি আ ফ ম ইউসুফ হায়দারের নেতৃত্বে একটি শিক্ষক প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে গিয়ে তাঁরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাত শেষে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউসুফ হায়দার জানান- খালেদা জিয়া বলেছেন, আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্থাৎ জনগণের ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচী চলবে। তিনি ২০ দলের নেতাকর্মীসহ দেশবাসীকে গণতন্ত্রের স্বার্থে এ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি রাজনৈতিক সঙ্কট নিরসনে কার্যকর সংলাপ আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সন্ধ্যা সাতটা থেকে শুরু করে দেড় ঘণ্টাব্যাপী খালেদা জিয়ার সঙ্গে কথা বলে তাঁরা গুলশান কার্যালয় থেকে বের হয়ে আসেন। এ সময় তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। শিক্ষক প্রতিনিধি দলে আরও ছিলেন অধ্যাপক সিরাজউল ইসলাম, ইসরাফিল রতন, সফিউল্লাহ, মোর্শেদ হাসান খান ও তাহমিনা আক্তার টফি প্রমুখ।
×