ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বকেয়া বিল দাবিতে আন্দোলনে নামছেন চসিক ঠিকাদাররা

প্রকাশিত: ০৬:০৫, ২৪ জানুয়ারি ২০১৫

বকেয়া বিল দাবিতে আন্দোলনে নামছেন চসিক ঠিকাদাররা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিপুল অঙ্কের বিল বকেয়া ও বিল পরিশোধের ক্ষেত্রে আর্থিক অনিয়ম, দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগে আন্দোলনে নামছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নিবন্ধিত ঠিকাদাররা। এ অবস্থায় চসিকের উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবার আশঙ্কা সৃষ্টি হয়েছে। ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন বলেন, উন্নয়ন কর্মকা- ব্যাহত হলে সকল দায়দায়িত্ব কর্পোরেশনকে বহন করতে হবে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে ঠিকাদারদের বিপুল অঙ্কের বিল পাওনা রয়েছে। বিল প্রদানের ক্ষেত্রে আর্থিক অনিয়ম, দলীয়করণ ও স্বজনপ্রীতি চরমে পৌঁছেছে। এর ফলে ঠিকাদাররা ভয়াবহ আর্থিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। চসিকের কাছে বর্তমানে ঠিকাদারদের ৯০ কোটি টাকার চেক লেখার অপেক্ষায় হিসাব শাখায় রয়েছে। চলমান রয়েছে আরও প্রায় ১শ’ কোটি টাকার কাজের বিল। ব্যাংক থেকে ঋণ নিয়ে কাজ সম্পন্ন করার পর সময়মতো বিল না পাওয়ায় ঠিকাদারদের স্থাবর সম্পত্তি নিলামে ওঠার উপক্রম হয়েছে। এমনকি পাওনা আদায়ে ব্যর্থ হয়ে এক ঠিকাদার ইতোমধ্যে আত্মহত্যাও করেন।
×