ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপহরণ ॥ ৩ দিন পর উদ্ধার

প্রকাশিত: ০৬:০৫, ২৪ জানুয়ারি ২০১৫

অপহরণ ॥ ৩ দিন  পর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৩ জানুয়ারি ॥ পটুয়াখালী থেকে আপন চাচাতো ভাইকে অপহরণ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ৩ দিন পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাদারীপুরের একটি আবাসিক হোটেল থেকে ৭ বছর বয়সী শিশু অলিউল্লাহকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অহরণকারী চাচাত ভাই আল-আমিন বেপারিকে আটক করা হয়। আটক আল-আমিন বেপারি একই এলাকার জালাল উদ্দিন বেপারির ছেলে। পুলিশ জানায়, পটুয়াখালী সদর থানার দক্ষিণ বিঘাই দীঘাই গ্রামের আনিছ বেপারির ছেলে ৭ বছর বয়সী ৩য় শ্রেণীর মাদ্রাসা ছাত্র অলিউল্লাহকে গত ২০ জানুয়ারি সকালে অপহরণ করে তারই আপন চাচাত ভাই আল-আমিন বেপারি। দুই দিন আগে বিভিন্ন প্রলোভন দিয়ে অলিউল্লাহকে মাদারীপুরে নিয়ে আসা হয়। এরপর শহরের পলাশ হোটেলে একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করতে থাকে। এরই মধ্যে মোবাইল ফোনে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় অলিউল্লাহ’র বাবা-মার কাছে। তারা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশের মাধ্যমে ৪ হাজার টাকা পাঠায় এবং পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে মাদারীপুরের নতুন শহর এলাকায়।
×