ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়ের ধারাবাহিকতা রক্ষার মিশন

প্রকাশিত: ০৫:৩৯, ২৪ জানুয়ারি ২০১৫

জয়ের ধারাবাহিকতা  রক্ষার মিশন

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় আজ শনিবার রাতে মাঠে নামছে তিন পরাশক্তি এ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে বর্তমান চ্যাম্পিয়ন এ্যাটলেটিকোর প্রতিপক্ষ রায়ো ভায়োকানো। বার্সা, রিয়াল দু’দলই খেলবে প্রতিপক্ষের মাঠে। রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে কর্ডোবা আর স্বাগতিক এলচের বিরুদ্ধে লড়বে বার্সিলোনা। নিজেদের সর্বশেষ ম্যাচে তিনটি দলই সহজ জয় পেয়েছে। যে কারণে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার মিশনে নামছে ফেবারিট ত্রয়ী। আজকের অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল সোসিয়েদাদ-এইবার ও ভিয়ারিয়াল-লেভান্তে। অন্যদের চেয়ে এক ম্যাচ কম খেলেও বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে রিয়াল। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪৫। ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সাবেক শিরোপাধারী বার্সিলোনা। সমান ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এ্যাটলেটিকো। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে সেভিয়া (৩৯) ও ভ্যালেন্সিয়া (৩৮)। নিজেদের মাঠে কর্ডোবা দীর্ঘ ৪৪ বছর রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে। চার দশকেরও বেশি সময় পর গ্যালাক্টিকোদের প্রতিপক্ষ হিসেবে পেয়ে উচ্ছ্বাসে ভাসছে দলটি। তাদের লক্ষ্য রিয়ালকে হারিয়ে চমকে দেয়া। দলটির আলজিরিয়ান ফরোয়ার্ড নাবিল ঘিলাস বৃহস্পতিবার বলেন, আমরা জানি রিয়াল অত্যন্ত শক্তিশালী দল। তবে আমরা কঠোর পরিশ্রম করছি। লক্ষ্য একটাই জয় পাওয়া। আমরা আমাদের সেরাটা দিয়েই লড়ব। দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির মধ্যে ব্যক্তিগত দ্বৈরথ আবারও জমে উঠেছে। লা লিগায় গত রবিবার রোনাল্ডোর জোড়া গোলের পর হ্যাটট্রিক করে পাল্টা জবাব দেন মেসি। মেসির রেকর্ড গড়া হ্যাটট্রিকে ভর করে এ্যাওয়ে ম্যাচে বার্সিলোনা ৪-০ গোলে উড়িয়ে দেয় ডিপোর্টিভো লা করুনাকে। আর রোনাল্ডোর জোড়া গোলে রিয়াল ৩-০ গোলে হারায় গেটাফেকে। গ্রানাডাকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফেরে এ্যাটলেটিকো মাদ্রিদও। রেকর্ড গড়ে টানা চারবার ফিফা সেরা হওয়ার পর গত দুই বছরই রোনাল্ডোর পেছনে থেকে দ্বিতীয় থাকতে হয়েছে মেসিকে। বিষয়টি নিশ্চিত করেই ভাল লাগার কথা নয় বার্সা জাদুকরের। তাইতো ক্লাব ছাড়ার গুঞ্জন, আলোচনা-সমালোচনার ডালি সরিয়ে মাঠের পারফর্মেন্স দিয়েই জবাব দিচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। আগের ম্যাচে হ্যাটট্রিক করে নিজেকে নিয়ে গেছেন আরও উচ্চতায়। ডিপোর্টিভোর বিরুদ্ধে তিন গোল করে বার্সিলোনার জার্সি গায়ে ক্যারিয়ারের ৩০তম হ্যাটট্রিক করেছেন মেসি। এর মধ্যে স্প্যানিশ লা লিগায় হ্যাটট্রিক ২২টি। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকের সংখ্যা ২৩টি। এক্ষেত্রে মেসি দ্বিতীয় স্থানে উঠে এসে দুই সাবেক কিংবদন্তির পাশে নাম লিখিয়েছেন। লা লিগায় আলফ্রেডো ডি স্টেফানো ও টেলমো জারারও হ্যাটট্রিক সংখ্যা ২২টি করে। মেসি তার জাতীয় দল আর্জেন্টিনার হয়ে দুটি হ্যাটট্রিক করেছেন। ফলে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বর্তমানে তার হ্যাটট্রিকসংখ্যা ৩২টি। আজ লা লিগায় হ্যাটট্রিক সংখ্যায় রোনাল্ডোকে ছোঁয়ার লক্ষ্যেই হয়ত মাঠে নামবেন মেসি। সেক্ষেত্রে তিনি টপকে যাবেন ডি স্টেফানো ও জারাকে। রোনাল্ডোও হয়ত মুখিয়ে আছেন চিরপ্রতিদ্বন্দ্বীর হ্যাটট্রিকের জবাব হ্যাটট্রিকে দেয়ার জন্য। ‘দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পর ইরিনা শায়াকের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। আমাদের দু’জনের জন্য পৃথক থাকাটা ভাল হবে বলেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি এই সিদ্ধান্ত আমাদের দু’জনের জন্যই মঙ্গল বয়ে আনবে। আমি এটাও প্রত্যাশা করি, ইরিনা এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নেবে। ইরিনার জন্য আমার শুভ কামনা রইল। তুমি সুখী হও।’ বোমা ফাটানো এই কথাগুলো রোনাল্ডোর। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি রাশিয়ান সুপার মডেল ইরিনা শায়াকের সঙ্গে তাঁর পাঁচ বছরের সম্পর্কের ইতি টানার আনুষ্ঠাকি ঘোষণা দেন। বিচ্ছেদের ব্যথা সঙ্গী করেই আগের ম্যাচে দুই গোল করেন সি আর সেভেন। তাহলে কী আজ রাতে আরও বড় সাফল্য অপেক্ষা করছে পর্তুগীজ তারকার জন্য?
×