ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অটবি কর্মকর্তাদের রবির বিশেষ কর্পোরেট সার্ভিস প্রদানে সমঝোতা

প্রকাশিত: ০৫:৩৩, ২৪ জানুয়ারি ২০১৫

অটবি কর্মকর্তাদের রবির বিশেষ কর্পোরেট সার্ভিস প্রদানে সমঝোতা

দেশের খ্যাতিমান আসবাব প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অটবি’র কর্মকর্তাদের সাশ্রয়ী মূল্যে বিশেষ কর্পোরেট সার্ভিস প্রদান করবে অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। রাজধানীর গুলশানের অটবি সেন্টারে বৃহস্পতিবার এ বিষয়ে দ্বি-পাক্ষিক চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন রবি আজিয়াটা লিমিটেডের এমডি ও সিইও সুপুন বীরাসিংহে এবং অটবির ম্যানেজিং ডিরেক্টর অনিমেষ কু-ু। চুক্তি অনুসারে, অটবির কর্মকর্তারা সাশ্রয়ী মূল্যে রবির কর্পোরেট পোস্ট পেইড সংযোগসহ ৩.৫ জি ইন্টারনেট প্যাকেজ, কর্পোরেট সল্যুশন ও ভ্যালু এ্যাডেড সার্ভিস উপভোগ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির এন্টারপ্রাইজ বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন ও জিএম কাজী মোঃ ওজাইর এবং অটবির ডিরেক্টর সোহানা নূর, চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ও চীফ এইচআরএম অফিসার রানা কায়সার আহমেদ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×