ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লোকনাট্য গোষ্ঠীর নাট্যোৎসব

প্রকাশিত: ০৫:৩১, ২৪ জানুয়ারি ২০১৫

লোকনাট্য গোষ্ঠীর নাট্যোৎসব

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় নাট্যচর্চায় দীর্ঘদিন সুনামের সঙ্গে অবদান রেখে চলেছে ঐতিহ্যবাহী নাট্যসংগঠন লোকনাট্য গোষ্ঠী। সংগঠনটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আগামী ২৯ জানুয়ারি দুই দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে। প্রতিবারের মত এবারের উৎসবেও সংগঠনের পক্ষ থেকে দেশের গুণী নাট্যজন ও সংস্কৃতিকর্মীদের সম্মাননা দেয়া হবে। নাট্যোৎসব ও গুণীজন সম্মাননা উদযাপন পর্ষদের আহ্বায়ক তাপস সরকার জানান, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ওইদিন বিকেল ৫টায় উৎসবের উদ্বোধন করবেন মঞ্চসারথী আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য অভিনেতা ঝুনা চৌধুরী ও সেক্রেটারী জেনারেল আকতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আহ্বায়ক তাপস সরকার নিজেই। অনুষ্ঠানে গুণীজন সম্মাননা দেয়া হবে নাট্যজন রামেন্দু মজুমদার, সারা জাকের, লিয়াকত আলী লাকী, এসএম মহসীন, যাত্রানট হাবিব সারোয়ার ও এক্সিম ব্যাংকের এমডি ড.হায়দার আলী মিয়াকে। উদ্বোধনী অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের পর লোকনাট্য দলের পরিবেশনায় মঞ্চায়ন হবে নাটক ‘কঞ্জুস’। উৎসবের শেষ দিন সন্ধ্যা সাড়ে ৬টায় লোকনাট্য গোষ্ঠীর পরিবেশনায় তাপস সরকার নির্দেশিত ‘অসত্যের মহোৎসব বা দিন বদলের পালা’ নাটকের মঞ্চায়ন হবে।
×