ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অর্থবিত্তই জাপানকে জঙ্গীদের টার্গেটে পরিণত করেছে

প্রকাশিত: ০৩:৩৩, ২৪ জানুয়ারি ২০১৫

অর্থবিত্তই জাপানকে জঙ্গীদের টার্গেটে পরিণত করেছে

জাপানের জিম্মি সঙ্কট এই কঠিন সত্যকে স্মরণ করিয়ে দেয় যে, টোকিওর বিত্তের প্রাচুর্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মৈত্রীজোট দেশটিকে ইসলামী জঙ্গীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, এমনকি জাপান মধ্যপ্রাচ্যের সংঘর্ষ থেকে নিজেকে অনেক দূরবর্তী অবস্থানের মনে করলেও বিশ্লেষকরা এই মত ব্যক্ত করেছেন। খবর এএফপির। সম্প্রতি কালো পোশাক পরিহিত ইসলামিক স্টেট গোষ্ঠীর জঙ্গীরা জাপানের ফ্রিল্যান্স সাংবাদিক কেনজি গোতো এবং স্বনিযুক্ত ঠিকাদার হারুনা ইউকাওয়ার প্রাণরক্ষার বিনিময়ে ২০ কোটি ডলার দাবি করছে এই ভিডিও প্রকাশের পর জাপানে আলোড়ন সৃষ্টি হয়েছে। শুক্রবার গ্রিনিচ মান সময় ৬টার দিকে ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী শিনজো আবে স্বীকার করেছেন, এটি দ্রুততম সময়ে কাজ শেষ করার পরীক্ষা। তবে তিনি অঙ্গীকার করেন যে, তাঁর সরকার তাদের মুক্তির জন্য সম্ভব সব করবে। জাপানের জন্য এ ঘটনা প্রচ- অভিঘাতের মতো এসেছে, যার অধিবাসীরা তাদের দেশকে একটি কূটনৈতিক খেলুড়ে হিসেবে দেখে, যে দেশ উদারভাবে বিশ্বের বিভিন্ন অংশে অর্থসাহায্য করে থাকে।
×