ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাসে আগুন দেয়ার সময় কিশোর পিকেটারকে গণপিটুনি

প্রকাশিত: ০৫:৩৩, ২৩ জানুয়ারি ২০১৫

বাসে আগুন দেয়ার সময় কিশোর পিকেটারকে গণপিটুনি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ এক কিশোর কেরোসিন ঢেলে বাসে অগ্নিসংযোগের সময় গণপিটুনির শিকার হয়েছে। গণপিটুনির শিকার ওই কিশোরের নাম শফিকুল ইসলাম (১৬)। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ-চিটাগাং রুটে চলাচলকারী বন্ধু পরিবহনের একটি বাসে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়। সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, আটককৃত শফিকুলের বাড়ি নরসিংদী জেলার মাধবদী থানা নোয়াদ্দা এলাকায়। বৃহস্পতিবার সকালে সে কাজের সন্ধানে নরসিংদী থেকে এসে চিটাগাং রুটে নামে। পরে নারায়ণগঞ্জ আসার জন্য বন্ধু পরিবহনের একটি বাসে চড়ে। ভাড়া না থাকায় বাসের হেলপার তাকে মারধর করে। বাসটি শহরের ফলপট্টি নারায়ণগঞ্জ কলেজের সামনে এলে ক্ষুব্ধ শফিকুল বাস থেকে নেমে পাশের একটি দোকান থেকে কেরোসিন নিয়ে বাসে ছিটিয়ে দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। ওই সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।
×