ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যাপ্টেন মনসুরের বড় ছেলে ড. সেলিম আর নেই

প্রকাশিত: ০৪:৫০, ২৩ জানুয়ারি ২০১৫

ক্যাপ্টেন মনসুরের বড় ছেলে  ড. সেলিম আর নেই

স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধানমন্ত্রী ও চার জাতীয় নেতার অন্যতম ক্যাপ্টেন মনসুর আলীর জ্যেষ্ঠ পুত্র, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বড় ভাই ড. মোহাম্মদ সেলিম আর নেই। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়বেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। শেখ হাসিনার শোক বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক শোক বিবৃতিতে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর জ্যেষ্ঠ সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতিম-লীর সদস্য, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুম ড. মোহাম্মদ সেলিমের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি গভীর সমবেদনা জানান।
×