ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিশুর দুরন্তপনা

প্রকাশিত: ০৪:৪৮, ২৩ জানুয়ারি ২০১৫

শিশুর দুরন্তপনা

হাবিব ও রমজান দুজনেই শিশু। থাকে কেরানীগঞ্জের বস্তিতে। যে বয়সে বইখাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে ভাগ্যের খোঁজে হন্যে হয়ে প্রতিদিন ছুটে চলতে হয় ওদের। এই শিশু বয়সে কেবল জীবনকে টিকিয়ে রাখতে ওরা কাজ করে টোকাইয়ের। ছবিতে বস্তার মধ্যে পলিথিন ও প্লাস্টিকের বোতল ভরে সেটিতে চড়ে বুড়িগঙ্গার নোংরা পানির মধ্য থেকে ফেলে দেয়া প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সদরঘাট এলাকা থেকে ছবিটি ক্যামেরাবন্দী করেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী মাসুদুর রহমান।
×