ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোদির ‘মান কি বাত’ অনুষ্ঠানে অতিথি ওবামা

প্রকাশিত: ০৪:২২, ২৩ জানুয়ারি ২০১৫

মোদির ‘মান কি বাত’ অনুষ্ঠানে অতিথি ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মাসিক রেডিও ফোন শোতে আগামী সপ্তাহে উপস্থিত থাকবেন। আকাশবাণীর ‘মান কি বাত’ অনুষ্ঠানে প্রজাতন্ত্র দিবসের পরের দিন দুই নেতার ‘মনের কথা’ শুনতে পাওয়া যাবে। বৃহস্পতিবার সকালে টুইটারে এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে। খবর এএফপির। ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আগামী রবিবার ভারতে আসাছেন মার্কিন প্রেসিডেন্ট। দু’দেশের শীর্ষস্তরের বৈঠক ও দীর্ঘমেয়াদি আলোচনা ছাড়াও বিশেষভাবে যে দুটি বিষয়ে দিল্লী আগ্রহ প্রকাশ করেছে তার অন্যতম ছিল এই যৌথ রেডিও অনুষ্ঠান। অপরটি হলো দু’দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু করা। মোদি ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর জন্য গত অক্টোবর থেকে রেডিও অনুষ্ঠান ‘মান কি বাত’ শুরু করেন প্রধানমন্ত্রী। আকাশবাণীর এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে নিজের ভাবনা পৌঁছে দিচ্ছেন মোদি। বৃহস্পতিবার সকালে টুইটারে প্রধানমন্ত্রী বলেন, জানুয়ারির ‘মান কি বাত’ একটু আলাদা হতে চলেছে। এবারে আমার সঙ্গে থাকছেন আমাদের প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি বারাক ওবামা। আমাদের ভাবনা আপনাদের কাছে আমরা একসঙ্গে তুলে ধরব। ২৭ জানুয়ারির জন্য তিনি যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সে কথা জানিয়ে প্রধানমন্ত্রী সাধারণের কাছে সে দিনের অনুষ্ঠানের জন্য প্রশ্ন পাঠাতে অনুরোধ করেছেন।
×