ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হিলিতে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ০৪:১৫, ২৩ জানুয়ারি ২০১৫

হিলিতে আমদানি-রফতানি বন্ধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ আমদানি করা পণ্যের ওজন নিয়ে ভারতীয় ট্রাকচালক ও বাংলাদেশী আমদানিকারকদের মধ্যে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আমদানি-রফতানি বন্ধ রয়েছে। আমদানি করা পণ্য ওজনে কম হওয়া নিয়ে বিরোধের কারণে মঙ্গলবার আমদানি-রফতানি বন্ধ করে দেয় ভারতীয় ট্রাকচালকরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ভারতীয় ট্রাকচালক জানান, ভারতের হিলি বালুপাড়া পার্কিংয়ে ওজন মেশিন থেকে পণ্য ওজন করে বাংলাদেশে পণ্য নিয়ে আসেন তারা। তাই বন্দরের পোর্ট মেশিনে ওজনে কম হওয়ার কোন সুযোগনেই। তাছাড়া পানামা পোর্টে এক ট্রাকের পণ্যই দুইবার ওজন করা হলে দুই রকম ওজন দেখায়। তাই বিষয়টি বিভ্রান্তিকর।
×