ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে মানববন্ধনে বক্তারা

প্রকাশিত: ০৪:০৪, ২৩ জানুয়ারি ২০১৫

দিনাজপুরে মানববন্ধনে বক্তারা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর নাগরিক সমাজের মানববন্ধন কমসূচীতে বক্তারা বলেছেন, হরতাল-অবরোধে এখন মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। হরতাল-অবরোধের নামে একের পর এক সহিংসতা-অরাজকতা ও নৃশংস কর্মকা- ঘটেই চলছে, এটা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। বাসে-ট্রাকে আগুন দেয়া হচ্ছে, পেট্রোলবোমা মেরে নারী-পুরুষ এমনকি ছোট শিশুদের যেভাবে পুড়িয়ে মারা হচ্ছে তা দেখে কোন মানুষ অশ্রু সংবরণ না করে পারবে না। হরতাল-অবরোধের নামে এটা কোন আন্দোলন নয় রীতিমতো হত্যাযজ্ঞ। জনগণ কোনভাবেই তা গ্রহণ করছে না। এসব কর্মকা- যারা করছে তাদের কঠোরভাবে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জিলা স্কুলর সামনের সড়কে এই কর্মসূচী পালন করে দিনাজপুর নাগরিক সমাজ। সকল নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ শীর্ষক মানববন্ধন কর্মসূচীতে দিনাজপুর নাগরিক সমাজের সভাপতি আবুল কালাম আজদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ শফিকুল ইসলাম, ডাঃ মোঃ শহিদুল্লাহ, হবিবর রহমান, এ্যাডভোকেট লিয়াকত আলী, রেজাউর রহমান রেজু, শহিদুল ইসলাম, খালেকুজ্জমান রাজু, সুলতান কামল উদ্দিন বাচ্চু, আসাদুল্লাহ সরকার, এ্যাডভোকেট মোঃ সলিমুল্লাহ, খ্রীষ্টিনা লাভলী দাস, ছবি সিনহা, শাহারিয়ার ছবি এবং আইরিন লতিফ।
×