ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মির্জাপুরে সরকারী বই বাদ দিয়ে শিক্ষক সমিতির বই পাঠ্য

প্রকাশিত: ০৪:০৩, ২৩ জানুয়ারি ২০১৫

মির্জাপুরে সরকারী বই বাদ দিয়ে শিক্ষক সমিতির  বই পাঠ্য

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২২ জানুয়ারি ॥ মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সরকার থেকে বিনামূল্যে বিতরণ করা বাংলা ব্যাকরণ ও ইংরেজী গ্রামার পড়ানো বন্ধ রেখে সমিতির পাঠ্য করা বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারের শিক্ষানীতি ও আইন অমান্য করে সমিতি ও দালাল চক্র মিলে এক প্রকাশনার নিম্নমানের বই পাঠ্য করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা গেছে। সমিতির পাঠ্য করা বই উচ্চ মূল্যে দরিদ্র অভিভাবকরা কিনতে হিমশিম খাচ্ছেন। বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের সরকারের কার্যক্রমের সাফল্য ভেস্তে যেতে বসেছে। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে সমিতি থেকে পুথিনিলয়ের বই পাঠ্য করার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি তেড়ে ওঠেন এবং মোবাইল কেটে দেন। মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লার সঙ্গে কথা হলে তিনি বলেন, সরকার থেকে বিতরণ করা বইয়ের বাইরে কোন বই পাঠ্য করা বে-আইনী। সমিতির কর্মকর্তাদের এ বিষয়ে সতর্ক করব এবং এই কাজ কেউ করলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে।
×