ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গায় ‘আলমসাধু’ উল্টে নিহত এক, আহত ৩

প্রকাশিত: ০৪:০৩, ২৩ জানুয়ারি ২০১৫

চুয়াডাঙ্গায় ‘আলমসাধু’ উল্টে নিহত এক, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২২ জানুয়ারি ॥ চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের চারমাইল বেগনগর নামক স্থানে আলমসাধু উল্টে সালামিন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। সে সদর উপজেলার আলোকদিয়া গ্রামের নাজমুল হকের ছেলে। এ সময় হিরা (৩৫), লিটন (৩০) ও আনোয়ার হোসেন (৪০) আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সরোজগঞ্জ বাজার থেকে আলমসাধুযোগে বাড়ি ফেরার পথে চারমাইল বেগনগর নামকস্থানে পৌঁছায়। এ সময় পিকআপ ভ্যানের সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আলমসাধুটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সালামিন নিহত হয় এবং হিরা, লিটন ও আনোয়ার আহত হয়। ঝিনাইদহে ট্রলিচাপায় শ্রমিক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ থেকে জানান, শৈলকুপায় ট্রলির নিচে চাপা পড়ে তামিম হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম একই গ্রামের তোয়াজ উদ্দিনের ছেলে।
×