ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে দুই শ্রমিক আটকের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:০৩, ২৩ জানুয়ারি ২০১৫

নারায়ণগঞ্জে দুই শ্রমিক  আটকের প্রতিবাদে  সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার,নারায়ণগঞ্জ ॥ বৃহস্পতিবার দুপুরে ২ পরিবহন শ্রমিককে কোস্টগার্ডের সদস্যরা ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে শ্রমিকরা এলোপাথাড়ি বাস রেখে সড়ক অবরোধ করে এবং আধা ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রাখে। আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়ে। জানা গেছে, কোস্টগার্ড ফতুল্লা পাগলা স্টেশনের দুই সদস্যের সঙ্গে অশোভন আচরণে ক্ষুব্ধ হয়ে কিছু সদস্য দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে আনন্দ পরিবহনের কাউন্টার থেকে অভিযুক্ত ২ শ্রমিক অনিল ও নয়নকে ধরে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা শহরের এক নম্বর রেলগেট এলাকায় এলোপাতাড়ি বাস রেখে সড়ক অবরোধ করে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন, উৎসব, আনন্দ পরিবহনসহ সব কোম্পানির বাস চলাচল বন্ধ করে দেয়। কোস্টগার্ড পাগলা স্টেশন কমান্ডার সাব-লেফটেনেন্ট হাসানুর রহমান জানান, ১৫ জানুয়ারি ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কের ফতুল্লা থানার পাগলায় আনন্দ পরিবহনের একটি বাসের শ্রমিকরা কোস্টগার্ডের এক সদস্যের সঙ্গে অশোভন আচরণ করে এবং ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়। ২১ জানুয়ারি পাগলা বাজার এলাকায় কোস্টগার্ডের আরেক সদস্যের সঙ্গে দুর্ব্যবহার করে আনন্দ পরিবহনের কাউন্টারের লোকজন। বৃহস্পতিবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে ডিউটিশেষে পাগলায় ফেরার পথে কোস্টগার্ডের কিছু সদস্য কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযুক্ত দুই পরিবহন শ্রমিককে দেখতে পায়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোস্টগার্ড পাগলা স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। পরে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়। নারায়ণগঞ্জ মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, আলোচনার পর পরিবহন শ্রমিকরা ব্যারিকেড তুলে নেয়। আধাঘণ্টা বন্ধ থাকার পর আবার বাস চলাচল শুরু হয়।
×