ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পরিচ্ছন্ন বিশ্বকাপের প্রতিশ্রুতি আয়োজকদের

প্রকাশিত: ০৪:০১, ২৩ জানুয়ারি ২০১৫

পরিচ্ছন্ন বিশ্বকাপের প্রতিশ্রুতি আয়োজকদের

স্পোর্টস রিপোর্টার ॥ দুটি কারণে বিশ্বকাপের নিরাপত্তা ও খেলোয়াড়দের আচরণের বিষয়টি জোরালোভাবে সামনে উঠে এসেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের পত্রিকা অফিসে এবং অস্ট্রেলিয়ার সিডনির দোকানে সন্ত্রাসী হামলা দেখে নিরাপত্তা প্রশ্নে বেশ শক্ত অবস্থানে আয়োজক কমিটি। একসঙ্গে মাঠে খেলোয়াড়দের আচরণ নিয়ে আরও কঠোর আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। চলমান ত্রিদেশীয় সিরিজের ভারতের বিপক্ষে ম্যাচে অসদাচরণের জন্য জরিমানা করা হয় ডেভিড ওয়ার্নারকে, এতে উল্টো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান অস্ট্রেলিয়ান তারকা! নিরাপদ বিশ্বকাপ আয়োজনের চ্যালেঞ্জ মাথায় রেখে আয়োজক কমিটির প্রধান টেরেস ওয়ালস যেমন নিরাপত্তা ও প্রশাসনিক ইস্যুকে গুরুত্ব দিয়েছেন, তেমনি মাঠে খেলোয়াড়দের সংযত রাখতে সচেষ্ট আইসিসি প্রধান ডেভ রিচার্ডসন। প্যারিস-সিডনি বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বশ্রেষ্ঠত্বের লড়াই বিশ্বকাপের ১১তম আসরের। এক মাসের ক্ষণ গণনা উপলক্ষে কদিন আগে সিডনিতে একত্রিত হয় আয়োজক কমিটি। যেখানে সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করতে নিরাপত্তা ইস্যুকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। ‘বিশ্বকাপের জন্য আমাদের সব ভেন্যু প্রস্তুত। শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডের আগেই ম্যাচ তৈরি হয়ে গেছে। বিশ্বকাপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে করনীয় চূড়ান্ত। সরকারের তরফ থেকে নিñিদ্র নিরাপত্তা দিতে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হয়েছে।’ বলেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ আয়োজক কমিটির চেয়ারম্যান টেরেস ওয়ালস। আর খেলোয়াড়দের আচরণ ও মাঠে বাগ্-বিত-া, গালাগাল নিয়ে অত্যন্ত কাঠোর হওয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। একটি পরিচ্ছন্ন টুর্নামেন্ট আয়োজনে সচেষ্ট তারা। মাঠে ক্রিকেটারদের কোন রকম অভব্য আচরণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে প্রতিটি দেশের বোর্ডের বরাবার কড়া বার্তা পাঠিয়েছে আইসিসি। ‘এ্যাশেজ সিরিজে, অন্য টুর্নামেন্টে গত কিছুদিন এটা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা গেছে, মাঠে খেলোয়ড়দের আচরণ আসলেই সুবিধার নয়। দু’দিন আগেও ভারত ম্যাচে মেজাজ হারিয়েছে ওয়ার্নার। এমনিতে আমরা এ বিষয়ে সতর্ক। বিশ্বকাপে সেটি আরও কঠোর করা হবে। এ নিয়ে কাউকে এতটুকু ছাড় দেয়া হবে না।’ বলেন আইসিসির প্রধান নির্বাহী রিচার্ডসন। চলমান ত্রিদেশীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন অস্ট্রেলিয়া তারকা ডেভিড ওয়ার্নার। এ জন্য তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। তাতে উল্টো চটেছেন অসি ওপেনার! ‘রোহিত আমাকে হিন্দীতে কিছু বলছিল।
×