ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ানডের শীর্ষস্থান হারালেন সাকিব

প্রকাশিত: ০৪:০০, ২৩ জানুয়ারি ২০১৫

ওয়ানডের শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ ইতিহাস গড়েছিলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট, ওয়ানডে ও টি২০ ক্রিকেটে একযোগে বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছিলেন। মাত্র ৯ দিনের ব্যবধানে ইতিহাস আর রইল না। ওয়ানডের শীর্ষস্থান হারালেন সাকিব। ক্রিকেটের তিন ফরমেটের র‌্যাঙ্কিংয়েই বিশ্বসেরা অল রাউন্ডার। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এমন রেকর্ড কয়েকদিন আগেই গড়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে এই শ্রেষ্ঠত্ব তিনি ধরে রাখতে পারলেন মাত্র নয় দিন। এখনও টি২০ ও টেস্ট ক্রিকেটের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও ছন্দপতন ঘটেছে ওয়ানডে ক্রিকেটে। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের চতুর্থ ওয়ানডের পর এ্যাঞ্জোলো ম্যাথুস পুনরুদ্ধার করেছেন ওয়ানডের শীর্ষস্থান। দুই ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন তিনে। চার থেকে দুই উঠে এসেছেন তিলকরতেœ দিলশান। তিনজনের পয়েন্টের ব্যবধান অবশ্য খুবই কম। ম্যাথুসের ৪০৭, দিলশানের ৪০৪, সাকিবের ৪০৩। তিন ফরমেটেই শীর্ষস্থানটি দখল করার পর অস্ট্রেলিয়া থেকেই সাকিব বলেছিলেন, ‘বিশ্বের এক নম্বর হওয়ার অনুভূতি অন্যরকম।’ সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, ‘এমন নৈপুণ্য বাংলাদেশের জন্য ধরে রাখতে চাই।’ যে দলের হয়েই খেলবেন সেই দলের জন্যও এমন নৈপুণ্য করতে চান সবসময়, ‘যে দলেই খেলি, সেই দলের হয়েই এমন নৈপুণ্য করতে চাই।’ সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে টুইটার বার্তায় জানিয়েছিলেন, ‘এ সাফল্য সেই সব বাংলাদেশীকে উৎসর্গ করলাম, যারা আমাকে সবসময় ভালবেসেছেন, সমর্থন করেছেন এবং উৎসাহ দিয়ে গেছেন।’ মাত্র ৯ দিনের মধ্যে সাকিব ওয়ানডের শীর্ষস্থান হারিয়েছেন।
×