ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গফরগাঁওয়ে অবরোধে সবজি বাজারে উঠছে না, নষ্ট হচ্ছে ক্ষেতে

প্রকাশিত: ০২:৪৭, ২৩ জানুয়ারি ২০১৫

গফরগাঁওয়ে অবরোধে সবজি বাজারে উঠছে  না, নষ্ট হচ্ছে ক্ষেতে

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ২২ জানুয়ারি ॥ বিএনপি জামায়াতের ডাকা হরতাল ও টানা অবরোধের কারণে ময়মনসিংহের গফরগাঁওয়ে সবিজ চাষী ও ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছে, প্রতিদিন গুনতে হচ্ছে ৫০ হাজার টাকা লোকসান। কৃষকরা সবজি বাজারজাত করতে না পেরে জমিতেই নষ্ট হচ্ছে বলে জানান। গফরগাঁও উপজেলার ইজারাদার সাহাব উদ্দিন জানান, উপজেলার ১৫টি ইউনিয়নের শাক-সবজি আলু-বেগুন, ফুলকপি-বাঁধাকপি, গাজর, টমেটোসহ অন্যান্য সবজির ফলন ভাল হওয়া সত্ত্বেও বিএনপি জামায়াতের টানা অবরোধের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করতে না পারায় কৃষকের সবজি জমিতেই পচে নষ্ট হচ্ছে। স্থানীয় হাটবাজারের চাহিদার তুলনায় বেশি সবজি উঠায় কৃষকরা সঠিক মূল্য পাচ্ছে না। স্বল্প মূল্যে কৃষকরা সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছে। একদিকে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অপরদিকে বাজারে ব্যবসায়ী না থাকায় প্রতিদিন কমপক্ষে অর্ধ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। অপরদিকে সবজির সঙ্গে সংশ্লিষ্ট শত শত শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। ইজারাদার সাহাব উদ্দিন বলেন, অবরোধের আগে প্রতিদিন কমপক্ষে ২শ’ থেকে ২শ’ ৫০ জন পাইকার উপজেলার সালটিয়া বাজারে আসত এখন ৩০ জনের বেশি পাইকার আসে না।
×