ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পর্যটকের ওপর হামলা কুয়াকাটায় পাঁচ বখাটে হাজতে

প্রকাশিত: ০২:৪৬, ২৩ জানুয়ারি ২০১৫

পর্যটকের ওপর হামলা কুয়াকাটায় পাঁচ বখাটে হাজতে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২২ জানুয়ারি ॥ সন্ত্রাসী হামলা-মারধরে তিন নারীসহ কুয়াকাটায় বেড়াতে আসা পাঁচ পর্যটককে জখম করে রশিতে বেঁধে মারধর শ্লীলতাহানি টাকা-পয়সাসহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার ঘটনার পাঁচ আসামিকে আদালত জেল হাজতে পাঠিয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামিরা কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে হাজতবাসের আদেশ দেয়া হয়। এরা হলেন, মহিপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক আকন্দের ছেলে সোহাগ আকন্দ, তার সহযোগী মোঃ ফজলু, মামুন হাওলাদার, ফেরদৌস হাওলাদার, শহীদ মাতুব্বর ও মোঃ সোহরাব। ফাতড়ার বনাঞ্চল ঘুরে ফেরার পথে মৎস্যবন্দর মহিপুর সংলগ্ন খালগোড়ায় গত ২১ নবেম্বর সন্ধ্যার পরে প্রায় ঘণ্টাব্যাপী হামলা-তা-বের শিকার হয় পর্যটক লিজা, চম্পা, নাজমা, ইব্রাহিম ও মিজান। প্রায় ঘণ্টাব্যাপী এ তা-বে দিশাহারা হয়ে পড়ে আগতরা। পরে এরা মহিপুর পুলিশি তদন্দকেন্দ্রের সদস্যদের সহায়তায় কোনমতে রক্ষা পায়। আহতদের প্রথমে মহিপুর স্বাস্থ্য ক্লিনিকে, পরে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা করা হয়। পর্যটক দলের সদস্য চম্পা এ মামলাটি করেন।
×