ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:১৩, ২২ জানুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ৩০.বিজয় সেন আক্রমণ করেন- র.কামরূপ রর. কলিঙ্গ ররর. মিথিলা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩১.সামগ্রিকভাবে যা কিছু সমাজ সভ্যতার বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করছে তাই কী? ক) ইতিহাসের উপাদান খ) ইতিহাসের বিষয়বস্তু গ) ইতিহাসের খুটি ঘ) ইতিহাসের ভিত্তি ৩২.পুণ্ড্রনগরের পরবর্তীকালে কী নাম হয়? ক) বগুড়া খ) দিনাজপুর গ) রাজশাহী ঘ) মহাস্থানগড় ৩৩.ইওজ খলজি পৃষ্ঠপোষক ছিলেন- র. শিল্পের রর. কৃষির ররর. সাহিত্যের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৪.কার রাজত্বকালে প্রাচীন পুণ্ড্ররাজ্য স্বাধীন সত্তা হারায়? ক) শশাংকের খ) অশোকের গ) রাজনারায়ণের ঘ) বিষ্ণুদেবের ৩৫.ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে বাংলায় বৈপ্লবিক পরিবর্তন আসে কেন? ক) মুসলমানদের বঙ্গ বিজয়ের ফলে খ) এটি পালদের রাজধানী ছিল বলে গ) এটি বখতিয়ার খলজির রাজধানী ছিল বলে ঘ) এখানে ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি ছিল বলে ৩৬.পালরাজাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতেন কে? ক) হরি বর্মা খ) ব্রজ বর্মা গ) জাত বর্মা ঘ) ভোজ বর্মা ৩৭.কুটির শিল্পে প্রাচীন বাংলা সমৃদ্ধ ছিল। কথাটি বলার কারণ কী? ক) গ্রামের লোকদের দরকারি সবকিছু গ্রামেই তৈরি হতো খ) শহুরে লোকদের প্রয়োজনে ছোট ছোট কারখানার সৃষ্টি হয়েছিল গ) কৃষির পরে কুটির শিল্পই ছিল অর্থনৈতিক মেরুদণ্ড ঘ) কুটির শিল্পের উৎপাদিত পণ্যের অনেক কদর ছিল ৩৮.পাল যুগে দেশে শান্তি রক্ষা হতো- র. সুষ্ঠু বিচারের মাধ্যমে রর. পুলিশের সহায়তায় ররর. কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) র ও ররর অনুচ্ছেদটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: মঞ্জুর তার ভাইয়ের সাথে লালবাগ দুর্গ দেখতে গিয়েছিল। সেখানে সে একজনের কবর সম্পর্কে জেনেছে। তার ভাই মুঘলদের দিল্লি-আগ্রা থেকে শুর করে বাংলার ছোট কাটরা, বড় কাটরা, লালবাগের শাহী মসজিদ সম্বন্ধে বলেছে। সে মুঘল স্থাপত্য দেখে মুগ্ধ। ৩৯.ইতিহাস ও অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেন কে? ক) হেরোডোটাস খ) টয়েনবি গ) ই.বি.টেইলর ঘ) র‌্যাপসন ৪০.কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় তখন সমগ্র এশিয়ায় বৌদ্ধ সংস্কৃতির প্রধান প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল? ক) ধর্মপালের খ) গোপালের গ) দেবপালের ঘ) মহীপালের
×