ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায় উদ্যোগ

প্রকাশিত: ০৬:১২, ২২ জানুয়ারি ২০১৫

ব্যবসায় উদ্যোগ

(পূর্ব প্রকাশের পর) ৩০.গুদামজাতকরণ বাণিজ্যে- ক) সময়গত বাধা দূর করে খ) স্থানগত বাধা দূর করে গ) ঝুঁকিগত বাধা দূর করে ঘ) অর্থ সংক্রান্ত বাধা দূর করে ৩১.মূলত ব্যবসায়ের উদ্ভব হয়- ক) অর্থনৈতিক কর্মকান্ড ও লেনদেনকে ঘিরে খ) অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডকে ঘিরে গ) সৃজনশীল চিন্তা-ভাবনার মাধ্যমে ঘ) উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের মাধ্যমে ৩২.দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যে ব্যবসায় গঠন করে তাকে কী বলে? ক) একমালিকানা ব্যবসায় খ) সমবায় সমিতি গ) কোম্পানি সংগঠন ঘ) অংশীদারি ব্যবসায় ৩৩.ব্যবসায়ের উন্নয়ন ঘটে- র . গবেষণার র র . সৃজনশীল কাজের র র র . প্রযুক্তির নিচের কোনটি সঠিক? ক) র খ) র র গ) র র র ঘ) র, র র ও র র র ৩৪.রহিন ও মুহিন দুই ভাই। রহিন ব্যবসায় করে এবং মুহিন সরকারি চাকরি করে জীবিকা নির্বাহ করে। রহিন ও মুহিনের পেশাকে একত্রে কী বলে? ক) আত্মকর্মসংস্থান খ) কর্মসংস্থান গ) ব্যবসায় ঘ) চাকরি ৩৫.কোনটি উদ্যোক্তার গুণ? র.কৃতিত্ব অর্জনের আকাঙ্খা রর. চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা ররর. ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহনের মানসিকতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৬.অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন ক্রার সময় যে আবেদনপত্র দাখিল করতে হয় উক্ত পত্রটিতে- র. অংশীদারদের মনোনীত যে কোন একজন কর্তৃক স্বাক্ষর করতে হয় রর.সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয় ররর. যথাযথ পূরণপূর্বক তারিখ ও স্বাক্ষর প্রদান করতে হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৭.একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব অনিশ্চিত, কারণ- র. স্থায়িত্ব মালিকের কর্মক্ষমতার ওপর নির্ভরশীল রর. মালিকের ইচ্ছার ওপর নির্ভরশীল ররর. যেকোনো মুহূর্তে বিলোপ ঘটতে পারে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৮.ব্যবসায়ের মধ্য যুগের নিদর্শণ নয় কোনটি? ক) ঝিনুক মুদ্রার খ) ধাতব মুদ্রা ব্যবহার গ) ব্যাংক ও বিমা ঘ) পাথর ব্যবহার নিচের উদ্দীপকটি পড়ো এবং ২টি প্রশ্নের উত্তর দাও। চাকরি না পেয়ে শিক্ষিত যুবক জনাব আশরাফুল নিজেদের পুকুরে মৎস্য চাষ শুর করেন। এখন ৫টি পুকুর লিজ নিয়ে মৎস্য চাষ করছেন। প্রচুর অর্থের মালিকও হয়েছেন। ৩৯.উৎপাদিত সামগ্রী পুণরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় কোন শিল্পে? ক) প্রজনন খ) নিষ্কাশন গ) নির্মাণ ঘ) উৎপাদন ৪০.উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ হল- র. জনসংখ্যা বৃদ্ধির দূর্বার গতি রর. অর্থনীতির অনগ্রসরতা ররর. পরিকল্পনাহীন উন্নয়ন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (ক) ২. (ঘ) ৩. (ক) ৪. (গ) ৫. (গ) ৬. (খ) ৭. (গ) ৮. (ঘ) ৯. (ঘ) ১০. (গ) ১১. (ঘ) ১২. (গ) ১৩. (গ) ১৪. (গ) ১৫. (ক) ১৬. (গ) ১৭. (ক) ১৮. (ঘ) ১৯. (গ) ২০. (খ) ২১. (খ) ২২. (গ) ২৩. (খ) ২৪. (ঘ) ২৫. (গ) ২৬. (ক) ২৭. (ক) ২৮. (গ) ২৯. (ঘ) ৩০. (ক) ৩১. (ক) ৩২. (ঘ) ৩৩. (ঘ) ৩৪. (খ) ৩৫. (ঘ) ৩৬. (গ) ৩৭. (ঘ) ৩৮. (গ) ৩৯. (ক) ৪০. (ঘ)
×