ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৬:১১, ২২ জানুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৪. দুর্গার হাতে অপু কী দেখতে পেল? ক) খরগোশের বাচ্চা খ) নারিকেলের মালা গ) ছাগল ছানা ঘ) পাখির বাচ্চা ১৫. কীসের কারণে মানুষের মাঝে জড়তা ঢুকে পড়ে? ক) বার বার অবহেলা পেলে খ) উচ্চাকাঙ্ক্ষা পোষণ করলে গ) স্বচ্ছ কাঁচের মতো মন হলে ঘ) বিদ্রোহের কারণে ১৬. ‘প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে।’ কীভাবে? ক) স্কুল-কলেজের মাধ্যমে খ) শিক্ষকের কল্যাণে গ) লাইব্রেরির বদান্যতায় ঘ) সামাজিক শিক্ষায় ১৭. ‘তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব সুখী’ - এ বাক্যে ছেলেটির মায়ের যে মনোভাব প্রকাশ পেয়েছে তা হলো - র. মমতাদিকে আপন ভাবা রর. মমতাদির কষ্টে সমব্যথী হওয়া ররর. মমতাদিকে মর্যাদা দেওয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৮. বনফুলের গল্পের আঙ্কিক কেমন ছিল? ক) ক্ষুদ্র খ) বড় গ) মাঝারি ঘ) ছোট-বড় ১৯. বনফুল কী উপাধি লাভ করেন? ক) নাইট খ) পদ্মভূষণ গ) লিটল মাস্টার ঘ) ভারতগর্ব ২০. মাতবর গোছের লোকটি হরিহরকে সম্বোধন করেছে কী বলে? ক) দাদাঠাকুর খ) দাদামশাই গ) ঠাকুর মশাই ঘ) পুরহিত দাদা ২১. ‘উপকথা’ সমাসবদ্ধ শব্দটির ব্যাসবাক্য হচ্ছে - র. কথার মালা রর. কথার ডালি ররর. কথার সমীপে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২২. ‘দেনাপাওনা’ গল্পে অনেক চেষ্টাতে কত হাজার টাকা সংগ্রহ হয়েছিল? ক) তিন-চার হাজার খ) চার-পাঁচ হাজার গ) পাঁচ-ছয় হাজার ঘ) ছয়-সাত হাজার ২৩. মমতাদি ঘরে ব্যস্ত হয়ে ঢুকে কী করল? ক) ছেলেটির গায়ে হাত দিল খ) ছেলেটির মাথায় হাত দিল গ) ছেলেটির পায়ে হাত দিল ঘ) ছেলেটির পিঠে হাত দিল ২৪. অপুর কথা শুনে সর্বজয়া কী জিজ্ঞাসা করল? ক) আম কোথায় পেলি খ) তেল, নুন কেন নিয়েছিস গ) বাইরে কখন গিয়েছিলি ঘ) খেলনাগুলো কোথায় ২৫. মা মমতাদিকে কাল সকাল থেকে আসতে বললেন কেন? ক) কথাবার্তা বলতে খ) কাজে যোগ দিতে গ) জেরার জবাব দিতে ঘ) বাবার সাথে দেখা করতে ২৬. সাহিত্যচর্চার উপায় নেই - ক) বই পড়া ছাড়া খ) শিক্ষক ছাড়া গ) লাইব্রেরি ছাড়া ঘ) পত্র-পত্রিকা ছাড়া ২৭. সুশিক্ষিত লোক মাত্রই - ক) কবি খ) স্বশিক্ষিত গ) প্রতিষ্ঠিত ঘ) সাহিত্যিক ২৮. যখন সন্ধ্যার ছায়া নেমে এল তখন জ্বরের ঘোরে অভাগী কাঙালীকে কিসের কাহিনী বলতে লাগল? ক) ছেলেবেলার কাহিনী খ) শ্মশানযাত্রারী কাহিনী গ) কোটালপুত্রের কাহিনী ঘ) ডালিমকুমারের কাহিনী ২৯. ‘কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙা’ - চরণ দুটির বক্তব্য অভাগীর স্বর্গ গল্পের কোন দিকটির বিপরীত? ক) জাতি বৈষম্য খ) ধনী-দরিদ্র বৈষম্য গ) শাসক-শাসিত বৈষম্য ঘ) সামাজিক বৈষম্য ৩০. মদিনায় হিজরতের পথে হযরত মুহম্মদ কার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? ক) আবু হানিফা খ) আবু মা’বদ গ) আবু না’দ ঘ) আবু শা’মাদ ৩১. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের কোন দিকটি ফুটে উঠেছে? ক) সাম্যবাদী মানসিকতা খ) সামাজিক দায়িত্ববোধ গ) রাজনৈতিক মতাদর্শ ঘ) যুদ্ধের মানসিকতা ৩২. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধ পড়ে শিক্ষার্থীরা ধারণা পাবে - র. বাঙালি নারী-পুরষের মনস্তাত্ত্বিক দিক সম্পর্কে রর. সমাজে নারী-পুরসের বৈষম্য সম্পর্কে ররর. নারীর মানসিক দাসত্ব সম্পর্কে
×