ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৫:৪২, ২২ জানুয়ারি ২০১৫

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২১ জানুয়ারি ॥ প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ফটো সাংবাদিক সজিব খানের বিরুদ্ধে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বুধবার আদালতের বিচারক মোঃ আরিফুজ্জামান এই আদেশ দিয়েছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য বনি আমিন বাকলাই গত ৯ অক্টোবর ২০১৪ তারিখে প্রথম আলোর সম্পাদকসহ এই ২ জনকে অভিযুক্ত করে সি.আর ২১১/১৪ মামলা দায়ের করেছিলেন। গত ১৬ নবেম্বর ২০১৪ তারিখে এই ২ জনকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। বনি আমিন তার অভিযোগে দাবি করেছেন, এই পত্রিকার সম্পাদক ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর রঙ্গ ম্যাগাজিন আলপিনে মহানবীর ব্যঙ্গ কার্টুন ছবি প্রকাশ করেছিল। এছাড়াও ২০১৩ সালের ১১ মার্চ কোরান শরীফের একটি সূরার সঙ্গে সরকারের কর্মকা- তুলনা করে সংবাদ প্রকাশ করেছিল। গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মহিলাদের কপালে সিঁদুরের টিপ লাগিয়ে ছবি বানিয়ে পত্রিকায় প্রকাশ করেছিল। এ সব সংবাদ প্রকাশ করে পত্রিকাটি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।
×