ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক

প্রকাশিত: ০৫:৩৯, ২২ জানুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার জাতীয় সংসদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দীর্ঘ প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক চলে। দলীয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার ও বিরোধী দলের করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তাছাড়াও বিএনপিসহ ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মসূচীর নামে সহিংস তা-ব নিরসনে সরকারের উদ্যোগ সম্পর্কেও জানতে চান এরশাদ। আরেকটি সূত্র বলছে, গেল সপ্তাহে বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রিপরিষদ ও জাতীয় সংসদ থেকে জাপার পদত্যাগ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে এরশাদের সঙ্গে সহমত পোষণ করেছেন বিরোধী দলের নেতা রওশন। হয়ত দলের পক্ষ হয়ে এ সিদ্ধান্তের কথাই প্রধানমন্ত্রীকে অবহিত করতে গিয়েছিলেন এরশাদ। এছাড়াও চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় কনভেশন ডাকার আহ্বান জানানো হয়। সকল রাজনৈতিক দলকে এক টেবিলে বসে করণীয় ঠিক করার মধ্য দিয়ে সঙ্কটের অবসান চান এরশাদ। প্রয়োজনে জাপার পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে চিঠি দেয়ারও পরিকল্পনা আছে। সংসদের চলতি অধিবেশনে এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানানোর কথা আছে এরশাদের। বৈঠকে এসব বিষয় আলোচনায় আসতে পারে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ-এমন দৃষ্টিকোণ থেকেই দেখছেন অনেকেই।
×