ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিনা টাকায় জাতীয় অর্থোপেডিক অপারেশন কার্যক্রম শেষ আজ

প্রকাশিত: ০৪:৫৬, ২২ জানুয়ারি ২০১৫

বিনা টাকায় জাতীয় অর্থোপেডিক অপারেশন কার্যক্রম  শেষ আজ

স্টাফ রিপোর্টার ॥ বিনা টাকায় দরিদ্র রোগীদের অপারেশন কার্যক্রম চলছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) -এর অপারেশন থিয়েটারে। বার্মিংহামের ঢাকা রয়েল অর্থোপেডিক হাসপাতাল, বিএমএ, ইউ.কে. এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডাঃ বদরুল আমিন সিদ্দিকীর তত্ত্বাবধানে এবং আকিজ গ্রুপের সহযোগিতায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়। গরিব রোগীদের হাঁটু ও ঊরুসন্ধিসহ বিভিন্ন জটিল অপারেশন করানো হয়। এ অপারেশন কার্যক্রম শেষ হবে আজ বৃহস্পতিবার। ডিএসসিসির নিয়োগ পরীক্ষা স্থগিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আহ্বানে আগামীত ২৪ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য হিসাব সহকারী, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেয়ারটেকার (কমিউনিটি সেন্টার) পদের লিখিত পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হলো। উক্ত পদসমূহের লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইট িি.িফযধশধংড়ঁঃযপরঃু.মড়া.নফ এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।-বিজ্ঞপ্তি
×