ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শান্তিরক্ষা অভিযান

ঢাকায় জাতিসংঘের এশীয় স্বতন্ত্র প্যানেল কনফারেন্স সমাপ্ত

প্রকাশিত: ০৪:৫৬, ২২ জানুয়ারি ২০১৫

ঢাকায় জাতিসংঘের এশীয় স্বতন্ত্র প্যানেল কনফারেন্স সমাপ্ত

শান্তিরক্ষা অভিযান সংক্রান্ত জাতিসংঘের উচ্চপর্যায়ের এশিয়া অঞ্চলের স্বতন্ত্র পরামর্শক প্যানেলের কনফারেন্স বুধবার ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে সমাপ্ত হয়। এর আগে পূর্ব তিমুরে নোবেল বিজয়ী হোসে রামোস হোর্তার নেতৃত্বে শান্তিরক্ষা অপারেশন্স সংক্রান্ত জাতিসংঘের উচ্চপর্যায়ের এশিয়া অঞ্চলের স্বতন্ত্র পরামর্শক প্যানেল সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়ার সঙ্গে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে সৌজন্য সাক্ষাত করেন। বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার জন্য এই প্যানেলের প্রথম কনফারেন্স আয়োজনের দায়িত্ব বাংলাদেশকে দেয়া হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ তা করতে সক্ষম হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে। জাতিসংঘের মহাসচিবের নির্দেশনা মোতাবেক এই প্যানেল সৈন্য এবং পুলিশ প্রেরণকারী রাষ্ট্রসহ জাতিসংঘের অন্যান্য সহযোগী, সিভিল সোসাইটি এবং শান্তিরক্ষা কার্যক্রম চলমান দেশের জন্য পরামর্শ নিশ্চিত করবে। দুইদিনের এ কনফারেন্সে বিভিন্ন সেশনে এশিয়ার সৈন্য প্রেরণকারী দেশসমূহ এবং অন্যান্য অংশগ্রহণকারী এশিয়ান দেশ শান্তিরক্ষাকালীন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জসমূহের উপর লব্ধ অভিজ্ঞতা ও শিক্ষা বিনিময় করেন। অংশগ্রহণকারীরা যে সকল দেশে এখনও শান্তিরক্ষা কার্যক্রম চলছে যেখানে বর্তমানে হুমকির ধরন সম্পর্কে আলোচনা করা হয়। মালিতে শান্তিরক্ষীদের উপর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস/মাইন আক্রমন এবং মর্টার/রকেট নিক্ষেপ-এ সকল বিষয়গুলো আলোচনায় গুরুত্ব সহকারে উঠে আসে। বর্তমান প্রেক্ষাপটে মিশন এলাকায় শান্তিরক্ষী কর্তৃক বেসামরিক জনগণকে রক্ষা করা একটা অন্যতম অর্পিত দায়িত্ব। তাই শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য প্রেরণকারী কিছু দেশসমূহের বেসামরিক জনগণকে রক্ষা করার জন্য নিয়মিত প্রশিক্ষণ দরকার। অধিকাংশ অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিই তাদের বক্তব্যে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বাংলাদেশী শান্তিরক্ষীদের চৌকস নৈপুণ্য ও শৃঙ্খলার কথা উল্লেখ করেন। সমাপনী দিনে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মইনুল ইসলাম, পররাষ্ট্র সচিব শহীদুল হক, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বিপসটের কমান্ডেন্ট মেজর জেনারেল মাকসুদুর রহমান বক্তব্যে রাখেন। -আইএসপিআর
×