ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিবন্ধীদের ব্যাংকিং সেবার আওতায় আনার নির্দেশ

প্রকাশিত: ০৪:৩৬, ২২ জানুয়ারি ২০১৫

প্রতিবন্ধীদের ব্যাংকিং সেবার আওতায় আনার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের অর্থনৈতিক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীকে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিবন্ধী এসএমই উদ্যোক্তাগণকে ১০ শতাংশ (ব্যাংক রেট+৫ শতাংশ) সুদ হারে প্রদানকৃত ঋণের বিপরীতে ‘বাংলাদেশ ব্যাংক ফান্ডের’ আওতায় শতভাগ পুনর্অর্থায়ন সুবিধা প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং ও সিএসআর বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে তফসিলি ব্যাংকগুলোর সকল শাখায় প্রতিবন্ধীদের সেবা দিতে একজন কর্মকর্তাকে দায়িত্বপ্রাপ্ত করতে হবে। এছাড়া তাদের ব্যাংক হিসাব খোলা ও পরিচালনা সহজীকরণ করতেও বলা হয়। একই সঙ্গে প্রতিবন্ধীরা ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন মর্মে জারি করা আদেশ প্রচারেরও তাগিদ দেয়া হয়।
×