ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁদপুরে খাঁচায় মাছ চাষ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৩৯, ২২ জানুয়ারি ২০১৫

চাঁদপুরে খাঁচায় মাছ  চাষ দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২১ জানুয়ারি ॥ চাঁদপুরের রঘুনাথপুর, ইচলী, ঢালীরঘাট ডাকাতিয়া নদীতে শুষ্ক মৌসুমে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ এবং খাঁচায় মাছ চাষ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে চাষীরা। বুধবার সকালে রঘুনাথপুর থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ পর্যন্ত চাষীরা মৌন র‌্যালি করে। পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় চাষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। মৎস্য চাষী মোঃ আলমগীর মিজি জানান, শুষ্ক মৌসুমে ডাকাতিয়া নদীতে বড় বড় লঞ্চগুলো প্রবেশ করে মাছ চাষের খাঁচাগুলো ক্ষতিগ্রস্ত করে। বর্তমানে লঞ্চ মালিকদের যোগসাজশে উল্টো বিআইডাব্লিউ কর্তৃপক্ষ মাছ চাষের প্রজেক্টগুলো উচ্ছেদ করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে। এই অবস্থায় শত শত মাছ চাষী বিরাট আকারে ক্ষতির সম্মুখীন। তাই তাদের মাছ চাষ রক্ষায় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
×