ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে ক্রাশ প্রোগ্রাম

প্রকাশিত: ০৩:৩৮, ২২ জানুয়ারি ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে ক্রাশ প্রোগ্রাম

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২১ জানুয়ারি ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮১তম সভা গাজীপুর ক্যাম্পাসের একাডেমিক ভবনে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সেশনজট নিরসনে একটি ক্রাশ প্রোগ্রাম গ্রহণ করা হয়। একাডেমিক কাউন্সিলের এ সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আসালাম ভূঁইয়া, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর ছাড়াও ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মশিউর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সরকারী বিএম কলেজ (বরিশাল) প্রমুখ।
×