ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পীরগঞ্জের মানুষ জয়কে নিয়ে স্বপ্ন বুনছেন

প্রকাশিত: ০৩:৩৭, ২২ জানুয়ারি ২০১৫

পীরগঞ্জের মানুষ জয়কে  নিয়ে স্বপ্ন  বুনছেন

মানিক সরকার মানিক, পীরগঞ্জ ঘুরে এসে ॥ প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও পীরগঞ্জের কৃতী সন্তান সজীব ওয়াজেদ জয়কে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে তাঁর জন্মভূমি পীরগঞ্জ তথা রংপুরের মানুষ। সদ্য ঘোষিত পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে জয়কে এক নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি সাড়া ফেলেছে গোটা পীরগঞ্জ উপজেলা ছাড়াও জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। তারা চাইছেন আগামীতে জাতীয় সংসদে জয় তার জন্মভূমি পীরগঞ্জের প্রতিনিধি হিসেবেই কাজ শুরু করুক। আর এ কারণেই তাঁকে নিয়ে যত স্বপ্ন-সাধনা এলাকাবাসীর। ইতোমধ্যেই মা প্রধানমন্ত্রী আর ছেলে জয়ের ছবি সম্বলিত পোস্টার ব্যানার আর প্ল্যাকার্ডে ভরে গেছে পীরগঞ্জের দালানকোঠা আর গাছপালা। চলছে নানা গুঞ্জন আর প্রত্যাশা প্রাপ্তির হিসাব-নিকাশ। দশম জাতীয় সংসদের শেষ সময়ে ২০১৩ সালের ৩১ জুলাই পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় মা শেখ হাসিনার সঙ্গে স্ত্রী ক্রিস্টিনাকে সঙ্গে নিয়ে জনসভায় যোগ দেন সজীব ওয়াজেদ জয়। জীবনের প্রথম জনসভায় পীরগঞ্জবাসীর উদ্দেশে তিনি এখানকার আঞ্চলিক ভাষায় বলেছিলেন, ‘মুই ফির আসিম, বার বার আসিম, তোমরা মোর জন্য দোয়া করেন, মুই এই মাটির সন্তান।’ পীরগঞ্জের মানুষকে নিয়ে জয়ের ভাবনার বহিপ্রকাশ সেদিনই জেনেছিল এলাকার মানুষ। পরবর্তীতে মায়ের জন্য ভোট চাইতে পীরগঞ্জে আসেন জয়। ৫ জানুয়ারির নির্বাচনে প্রার্থী হয়ে ৩১ ডিসেম্বর এখানকার এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, নির্বাচনের পর জয়কে আপনাদের কাছে পাঠিয়ে দেব, সে এসে আপনাদের খোঁজখবর রাখবে। গত নির্বাচনের আগে ২ জানুয়ারি মায়ের জন্য ভোট চাইতে দুই দিনের সফরে পীরগঞ্জে এসে জয় তিনটি পথসভাসহ ফতেহপুরে কর্মিসভায় বক্তৃতা করেন। সে সময় জয় স্পষ্ট করে বলেছিলেন, ‘ভবিষ্যতে রাজনীতিতে এসে পীরগঞ্জ থেকেই আমি নির্বাচন করব।’ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ জানালেন, রংপুরবাসীর ভবিষ্যত স্বপ্ন তাঁকে নিয়েই। আমাদের প্রিয় নেত্রী যে ভিশন-২০২১ ঘোষণা করেছেন এসবের পূর্ণতা লাভ করবে সজীব ওয়াজেদ জয়কে দিয়েই। অতএব তিনি হবেন আমাদের ভবিষ্যত কর্ণধার।
×