ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘন কুয়াশায় ক্ষতির শঙ্কায় রাজশাহীর আম চাষীরা

প্রকাশিত: ০৩:৩৭, ২২ জানুয়ারি ২০১৫

ঘন কুয়াশায় ক্ষতির শঙ্কায় রাজশাহীর আম চাষীরা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ফাল্গুন আসতে এখনও মাসখানেক বাকি। এরই মধ্যে রাজশাহী অঞ্চলের গাছে গাছে উঁকি দিতে শুরু করেছে মুকুল। আমের গাছে গাছে মুকুলের ঘ্রাণের সুবাস ছড়াতে শুরু করেছে। আমচাষীরা আশায় বুক বেঁধে এরইমধ্যে পরিচর্যা শুরু করেছেন বাগানে বাগানে। তবে অব্যাহত ঘন কুয়াশায় আমচাষীদের মনে দেখা দিয়েছে হতাশা। তীব্র শীত আর ঘন কুয়াশায় লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন রাজশাহীর আম চাষী ও ব্যবসায়ীরা। মাত্র কয়েকদিন আগেই আম বাগানে কীটনাশক দিয়েছেন চাষীরা। ফলে গাছে দেখা দিয়েছে মুকুল। এভাবে কুয়াশা পড়তে থাকলে দেখা দেয়া মুকুল পচে যাওয়ার শঙ্কা রয়েছে। আমসমৃদ্ধ জেলার চারঘাট উপজেলার রায়পুর এলাকার আম ব্যবসায়ী শামসুল হক বলেন, প্রায় ২০ লাখ টাকা দিয়ে আম বাগান কিনেছেন তিনি। সব আম গাছে দুইবার করে কীটনাশক প্রয়োগ করায় গাছে মুকুলের গুটি এসেছে। তবে যেভাবে কুয়াশা পড়ছে তাতে মুকুলের ক্ষতি হতে পারে। এভাবে ঘন কুয়াশা পড়তে থাকলে মুকুল থেকে গুটি বের নাও হতে পারে। তিনি বলেন, এভাবে আরও দুই-তিন দিন ঘন কুয়াশা লেগে থাকলে আমের ফলন ক্ষতির মুখে পড়বে। যদি এ বছর আমের ফলন ভাল না হয়, তাহলে অনেক আমচাষীকে পথে বসতে হবে। বিভিন্ন ব্যাংক ঋণ ও স্বজনদের কাছ থেকে দেনা করে আম বাগানগুলো কিনেছেন অনেকেই।
×