ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ‘মর্মস্পর্শী-৭১’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী

প্রকাশিত: ০৩:২৮, ২২ জানুয়ারি ২০১৫

হবিগঞ্জে ‘মর্মস্পর্শী-৭১’ স্বল্পদৈর্ঘ্য  চলচ্চিত্রের প্রদর্শনী

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ স্বাধীনতার ৪৩ বছর পর প্রথমবারের মতো হবিগঞ্জে মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচিত্র ‘মর্মস্পর্শী-৭১’ এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাগুন। প্রযোজনা করেছেন হবিগঞ্জের রাজনৈতিক ব্যক্তিত্ব মোতাচ্ছিরুল ইসলাম মোতাচ্ছির। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সমর্পন নিবেদিত এই চলচ্চিত্রটি হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হল রুমে প্রর্দশন করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ এ্যাডভোকেট মোঃ আবু জাহির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ জাহান আরা খাতুন প্রমুখ। এদিকে চলচ্চিত্রটি দেখার জন্য ইতোমধ্যে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
×