ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘সাউথ এশিয়ান প্রিন্স’ সাঈদ খান

প্রকাশিত: ০৩:২৭, ২২ জানুয়ারি ২০১৫

‘সাউথ এশিয়ান প্রিন্স’ সাঈদ খান

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের তরুণ ছেলে-মেয়েরা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে চলেছেন। অনেক দেশেই বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে স্বীকৃতি আদায় করে নিচ্ছে তারা। এরমধ্যে মডেলিংয়ের মাধ্যমে যে কজন দেশের মডেলিং সেক্টরকে বিশ্বের দরবারে তুলে ধরছেন তাঁদের মধ্যে অন্যতম সাঈদ খান। নিউইয়র্কভিত্তিক বিভিন্ন র‌্যাম্প মডেলিংয়ের পাশাপাশি কাজ করছেন আমেরিকার একাধিক রাজ্যেও। দীর্ঘদিনের মডেলিংয়ের ক্যারিয়ারে গত বছরটা তাঁর জন্য অনন্য হয়ে রয়েছে। ২০১৪ সালটি শুধু একজন আন্তর্জাতিক মডেল সাঈদের জন্যই নয়, বরং দেশের জন্যও বয়ে এনেছে বিরল সম্মান। সাঈদ গত বছর পেয়েছেন ‘সাউথ এশিয়ার প্রিন্স’ সম্মাননা এ্যাওয়ার্ড। আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে সাঈদ বলেন, আমি অভিভূত। এজন্য প্রথমেই ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে। তারপর আমার পরিবারকে। আমার মা সবসময় আমাকে ভাল মানুষের পাশাপাশি কাজের ক্ষেত্রে সৎ থাকতে নির্দেশ দিয়েছেন। আমিও সেভাবে কাজ করেছি। যার ফলে এত বড় সম্মাননা পেয়েছি। তবে এই সম্মানটা আমার যেমন গর্বের, তেমনি আমার দেশের জন্যও অনেক সম্মানের। সাঈদ দীর্ঘদিন আমেরিকায় থাকলেও তাঁর জন্ম এদেশের রাজধানী ঢাকাতেই। সাঈদ খান গত বছর ‘সাউথ এশিয়ার প্রিন্স’ নির্বাচিত হওয়ার পাশাপাশি নিউইয়র্কের বর্ষসেরা মডেল নির্বাচিত হয়েছেন। এমনকি এ বছরই তিনি নিউইয়র্ক ফ্যাশন উইকেও হলিউড-বলিউডের বিখ্যাত তারকাদের সঙ্গে পৃথিবীখ্যাত সব ফ্যাশন ডিজাইনারদের পোশাকে মঞ্চ মাতিয়েছেন।
×