ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বর্ণের দাম আবারও বাড়ল

প্রকাশিত: ০৩:২২, ২২ জানুয়ারি ২০১৫

স্বর্ণের দাম আবারও বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন বছরে এসে প্রথমবারের মতো স্বর্ণের দাম বাড়ল প্রতি ভরিতে প্রায় ১৫শ’ টাকা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার অযুহাতে প্রতিভরি স্বর্ণের দাম ৪৬ হাজার ১৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজুসের নির্বাহী কমিটির সভায় স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে এ মূল্য কার্যকর হবে। বাজুস সূত্রে জানা যায়, নতুন দাম অনুযায়ী প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতিগ্রাম স্বর্ণের দাম ৩ হাজার ৯৪৫ টাকা হলে প্রতিভরি ৪৬ হাজার ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে প্রতিভরিতে বাড়ানো হয়েছে ১৪৯৩ টাকা। ২১ ক্যারেট প্রতিগ্রাম স্বর্ণের দাম ৩ হাজার ৭৬৫ টাকা হলে প্রতিভরি ৪৩ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট প্রতিগ্রাম স্বর্ণের দাম ৩ হাজার ১৯৫ টাকা হলে প্রতিভরি ৩৭ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিগ্রাম স্বর্ণের দাম ২ হাজার ১৯০ টাকা হলে প্রতিভরি ২৫ হাজার ৫৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম বাড়লেও এবার রূপার দাম বাড়ানো হয়নি। আগের দাম অনুযায়ী প্রতিগ্রাম রূপার দাম ৯০ টাকা হলে প্রতিভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রূপার দাম ১ হাজার ৫০ টাকা। বুধবার পর্যন্ত প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতিভরি ৪৪ হাজার ৫২১ টাকা, ২১ ক্যারেট প্রতিভরি ৪২ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেট প্রতিভরি ৩৫ হাজার ৭৭৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি ২৪ হাজার ৮৬ টাকা বিক্রি হয়েছে।
×