ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইয়েমেনের প্রেসিডেন্ট ভবন হুতি বিদ্রোহীদের দখলে

প্রকাশিত: ০৭:২৮, ২১ জানুয়ারি ২০১৫

ইয়েমেনের প্রেসিডেন্ট ভবন হুতি বিদ্রোহীদের দখলে

শিয়া হুতি যোদ্ধারা ইয়েমেনের প্রেসিডেন্ট ভবন দখল করে নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিয়া যোদ্ধারা সানায় প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তা প্রহরীদের সঙ্গে সংক্ষিপ্ত সংঘর্ষের পর ভেতরে জোরপূর্বক ঢুকে পড়ে। খবর আল জাজিরা/ বিবিসি অনলাইনের। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্র জানায়, ইয়েমেনের রাজধানী সানায় নিরাপত্তা প্রহরীদের সঙ্গে সংঘর্ষের পর হুতি বিদ্রোহীরা প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়ে। সংঘাতে জড়িত পক্ষদ্বয় দু’বার পৃথকভাবে জানায়, তারা একটি অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল। এর একদিন পর প্রেসিডেন্ট ভবন দখল করে নিল হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার দু’পক্ষের মধ্যে আলোচনার পথ তৈরি করতেই এই অস্ত্রবিরতির প্রস্তাব দেয়া হয়। পক্ষ দুটি হচ্ছে আন্তর্জাতিক সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি এবং শিয়া হুতি গ্রুপ। হাদির প্রধান দফতর প্রেসিডেন্ট ভবনের প্রহরীরা জানায়, তারা মঙ্গলবার সংক্ষিপ্ত সংঘর্ষের পর ফের কম্পাউন্ড হুতি যোদ্ধাদের কাছে হস্তান্তর করেছে। এর আগে ইয়েমেনের তথ্যমন্ত্রী নাদিয়া সাক্কাফ টুইটারে বলেন, আলোচনা সত্ত্বেও প্রেসিডেন্ট ভবনে হামলা হয়েছে।
×