ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ॥ কাজীপুরে ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশিত: ০৩:১৩, ২১ জানুয়ারি ২০১৫

পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ॥ কাজীপুরে ইউপি চেয়ারম্যান আটক

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলার কাজীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লবকে মঙ্গলবার দুপুরে মেঘাই বাজার এলাকা থেকে পুলিশ আটক করেছে। সে কাজীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানায়, সম্প্রতি যমুনা নদী থেকে বালু উত্তোলন নিয়ে চেয়ারম্যানের লোকজন স্থানীয় বড়ইতলী গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও মেঘাই হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র অন্তুকে (১৪) মারধর করে। এরই প্রেক্ষিতে চেয়ারম্যানের নিকট ওই ছাত্রের অভিভাবকরা শতাধিক লোকজন নিয়ে বিচার চাইলে সে অপারগতা প্রকাশ করে মেঘাই হাই স্কুলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ অতিরিক্ত মানুষের ভিড় দেখে কারণ জানতে চায়। এক যুগ পর লোহাগড়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন নিজস্ব সংবাদদাতা, নড়াইল ২০ জানুয়ারি ॥ দীর্ঘ এক যুগ পর নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের আমেজ। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট দৌলত আহম্মেদ খানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার আব্দুল হান্নান রুনুর পরিচালনায় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন এমপি। কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন খান নিলু, এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী প্রমুখ ভোলায় এসিড সন্ত্রাসের শিকার ৭ নারীকে অর্থ সহায়তা নিজস্ব সংবাদদাতা ভোলা, ২০ জানুয়ারি ॥ মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে এসিড সন্ত্রাসের শিকার ৭ নারী ও এক পুরুষকে অর্থ সহায়তা দেয়া হয়েছে। জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা মোট ৯৭ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, বাংলাবাজার ফাতেমা কলেল ম্যানেজিং কমিটির সভাপতি মঈনুল হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব নারী পুরুষ এসিডে আক্রান্ত হয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন।
×