ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রীড়াবিদ-সংগঠকদের পেনশন

প্রকাশিত: ০৩:১২, ২১ জানুয়ারি ২০১৫

ক্রীড়াবিদ-সংগঠকদের পেনশন

স্পোর্টস রিপোর্টার ॥ সরকার বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে দেশের আর্থিকভাবে অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের বছরে ১৫ হাজার টাকা করে এককালীন অনুদান প্রদান করে আসছে। তারই অংশ হিসেবে ২০১৩-১৪ আর্থিক বছরের জন্য ৬১৩ জনকে এ অর্থ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ষষ্ঠ বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় উপস্থিত ছিলেন। সভায় আগামীতে বেশি অসচ্ছল ১০০ জনকে পেনশন হিসেবে মাসে ৩ থেকে ৫ হাজার টাকা করে দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। সভা শেষে এ বিষয়টি নিশ্চিত করেন কমিটির সদস্য বাফুফের সহ-সভাপতি বাদল রায়। এ জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের তহবিল বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়। সভায় অন্যদের মধ্যে ফাউন্ডেশনের সদস্য যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ, বাফুফে সদস্য হারুনুর রশীদ, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রাফিয়া আক্তার ডলি এবং বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব বিমান কুমার সাহাসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×